শিরোনাম

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম জিয়ার স্বাস্থ্য অবস্থা নিয়ে দ্রুত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে জানালেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক

শাহীন খন্দকার: বেগম জিয়ার স্বাস্থ্যগত অবস্থা অবনতিশীল সর্ম্পকে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালকের সঙ্গে কথা হলে ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক জানান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা পূর্বের চেয়ে অনেক ভালো। হাসপাতাল কতৃপক্ষ তাঁর স্বাস্থ্যগত সর্ম্পকে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে জানাবে বলে জানান।

এসময়ে তিনি বলেন, প্রতিদিন বেগম জিয়ার শারীরিক অবস্থা ডাক্তাররা মনিটরিং করছেন এবং তিনি সুস্থ্য আছেন। তবে কেবিন এ ব্লকে খোঁজ নিয়ে একাধিক সূত্রে জানা যায় আগের মত সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত অবস্থা স্বাভাবিক নয়। এদিকে তাঁর চিকিৎসা সেবায় নিয়োজিত কয়েকজন নার্সসের সাথে কথা বলার চেষ্টা করা হলে নাম প্রকাশে অনইচ্ছুক দুইজন নার্স জানান সাংবাদিকদের সাথে কথা বলা নিষেধ আছে । যা কিছু বলার পরিচালক এবং সংশ্লিষ্ট ডাক্তার বলবেন।
বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে বমি করছেন। তিনি খেতে পারছেন না, তার শারিরীক অসুস্থতা আগের চেয়ে বেড়ে গেছে। এমনকি বিএনপি চেয়ারপার্সনের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরাও প্রকারান্তরে বেগম জিয়া গুরুতর অসুস্থতার কথা স্বীকার করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়