মোস্তাফিজার বাবলু : মাঘের ঠান্ডায় একেবারে জবুথবু হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন। সেইসঙ্গে শীতের তীব্রতা আবারও বেড়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এতে বিপাকে খেটে খাওয়া মানুষ। তাপমাত্রা আরও কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
ঘন কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। আগুন জ্বালিয়ে ঠান্ডা থেকে বাচাঁর আকুতি তাদের।
সাধারণ মানুষ বলছেন, প্রচন্ড শীতের কারণে রিক্সা চালাতে পারে না। দিনমজুর খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে পারছে না। এখনই এই অবস্থা সামনে কি অবস্থা হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছে মানুষজন। বিভিন্ন হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা। শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সম্পাদনা : জেরিন