শিরোনাম
◈ হাদি হত্যাকাণ্ডের পর নিরাপত্তা শঙ্কা: গুরুত্বপূর্ণ ১২৭ নেতা নিরাপত্তা ঝুঁকিতে ◈ ৩০০ ফিট ও কুড়িল এলাকায় জনসমাগম, প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স ◈ ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন: কনকনে শীত উপেক্ষা করে সূর্যোদয়ের আগেই পূর্বাচলে মানুষের ঢল (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা হাইকোর্টের ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৭:২১ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিরুদ্ধে ওয়াহাব-আমিরকে না রাখায় বিস্মিত ইনজামাম

স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত খেলেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির ওয়াহাব রিয়াজ। কিন্তু এমন পারফরমেন্সের পরও বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাদের রাখা হয়নি। এতে অবাক হয়েছে দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আমির-ওয়াহাবদের অভিজ্ঞতা কাজে লাগানো উচিত ছিলো বলে মনে করেন পাকিস্তানের এই সাবেক নির্বাচক।

এ প্রসঙ্গে ইনজামাম বলেছেন, ‘কয়েকটি সিদ্ধান্ত আমি বুঝতে পারছি না। ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরকে বাদ দেয়া উচিত হয়নি। ওরা অভিজ্ঞ ও সীমিত ওভারে কার্যকর, খুব ভালো বল করতে পারে। টেস্ট ক্রিকেটের কারণে তাদের বাদ দেয়ার যুক্তিটা ঠিক নয়। তাদের অভিজ্ঞতার সুবিধা নেয়া উচিত ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের খেলোয়াড় নির্বাচনে এতো বেশি পরিবর্তন আমাকে বিস্মিত করেছে। আমার মতে, একটা সংস্করণে এতোটা বদল ঠিক নয়। সিনিয়র ও জুনিয়রের সমন্বয়েই একটা দল গঠন করা হয়।’

কিছু পরিবর্তনের প্রশংসাও করেছেন ইনজামাম। তিনি বলেন, ‘শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকে ফিরিয়ে আনাটা খুব ভালো সিদ্ধান্ত। ফাস্ট বোলার হারিস সোহেলকে আনাটাও ভালো সিদ্ধান্ত। ব্যাটসম্যান আহসান আলী ঘরোয়া ক্রিকেট ভালো খেলেছে, তাকে আনাটাও সঠিক সিদ্ধান্ত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়