শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্তুগালের ঘটনায় কেউ নিহত হয়নি; ঘটনাটি রাজনৈতিকও নয়

সাইদুল ইসলাম, লন্ডনঃ গত রোববার পর্তুগালের রাজধানী লিসবনে অভিবাসী বাংলাদেশীদের দু গ্রুপের মধ্যকার সৃষ্ট সংঘর্ষে দু'জন গুলিবিদ্ধ ও দু'জন চুরিকাহত হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও কেউ নিহত হয়নি। এমনকি এই ঘটনা কোন রাজনৈতিক বিরোধও নয়। পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরী ও পর্তুগাল আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ফরহাদ মিয়ার মধ্যকার দীর্ঘদিনের ব্যাক্তিগত বিরোধের চূড়ান্ত প্রকাশই হচ্ছে এই সংঘর্ষ। এই দুই ব্যাক্তি দুটি বড় রাজনৈতিক দল আওয়ামীগ ও বিএনপির স্থানীয় নেতা হলেও এই ঘটনা রাজনৈতিক নয়। বরং উভয় দলের অন্যান্য নেতৃবৃন্দরা বিষয়টি মীমাংসায় দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কিন্তু ঘটনার পরপরই একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কিছু ভূঁইফোড় অনলাইন মাধ্যমে আওয়ামীলীগ বিএনপির মধ্যকার সংঘর্ষ ও একজন নিহত হওয়ার খবর প্রচারে ব্যাস্ত হয়ে পড়ে। এমন ভূয়া খবরে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের আত্নীয় স্বজন উদ্ধিগ্ন।

লিসবন সিটি সেন্টারের ওয়ার্ড কাউন্সিলর ও পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের চেয়ারম্যান রানা তাসলিম উদ্দিন পর্তুগাল সময় বিকাল ৩ ঘটিকায় আমাদের সময় ডটকমের যুক্তরাজ্য প্রতিনিধি সাইদুল ইসলামকে ফোনের মাধ্যমে বলেন, " কিছুক্ষণ আগেও আমি লিসবনের গোয়েন্দা সংস্থার সাথে এ বিষয়ে কথা বলেছি। তারা জানিয়েছে দু'জন গুলিবিদ্ধ ও দু'জন চুরিকাহত হলেও কেউ মারা যায়নি। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকামুক্ত এবং একজন কিছুটা ক্রিটিক্যাল। "।

স্থানীয় প্রবাসী আজাদ আহমদ এই প্রতিবেদকের সাথে ফোনে আলাপ কালে বলেন, এমন ঘটনায় বাংলাদেশী কমিউনিটিতে আতংক ছড়িয়ে পড়লেও স্থানীয় প্রশাসন শক্ত হাতে তা মোকাবেলা করছে। এমন কান্ডে অভিবাসীদের ভবিষ্যৎ কঠিন হয়ে যেতে পারে এবং তা বাংলাদেশের জন্য লজ্জা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়