শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ৮ বছরে আইসিসির টুর্নামেন্ট আয়োজনের নিলামে অংশ নেবে বিসিবি

এল আর বাদল : আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি’র আসরগুলো আগামীতে নতুন নিয়মে আয়োজিত হবে সেই আলোচনা সারতে হঠাৎ করে বাংলাদেশ সফরে আসলেন সংস্থার প্রধান নির্বাহী মানু সোহনি ও বাণিজ্যিক মহাব্যবস্থাপক ক্যাম্পবেল জেমিসন। গত রোববার রাতে তারা ঢাকায় আসেন।

আগামী ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আইসিসির ইভেন্টগুলোর ভেন্যু নির্ধারণ করা আছে। তারপরের ৮ বছর অর্থাৎ ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত ছেলেদের, মেয়েদের ও অনূর্ধ্ব ১৯ দলের ৮টি করে মোট ২৪টি আসর আয়োজন করবে আইসিসি। আর এবার এসব আসর আয়োজনের সময় ফিফা ও অলিম্পিককে অনুসরণ করার পরিকল্পনা করা হচ্ছে। নিলামের মাধ্যমে ঠিক করা হবে ভেন্যু। এই উদ্যোগের ফলে ক্রিকেট খেলুড়ে ছাড়াও অন্যান্য দেশগুলোতেও ক্রিকেটের বড় আসর আয়োজনের সুযোগ মিলবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এই সম্পর্কে বলেন, এবার তারা ভিন্নভাবে যাচ্ছে, অলিম্পিক এবং ফিফার মতো করে যে দেশে পড়বে সে দেশেই খেলা হবে, এবার আর কোনো ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাচ্ছে না। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও আমরা বসবো।

আইসিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনার পর পাপন আরও বলেন, সব ধরনের বিশ্বকাপ কিংবা আইসিসির সব ইভেন্টে এই নিলাম হবে। বাংলাদেশও এই নিলামে থাকবে। আমার মনে হয় নতুন করে অনেক দেশ এই সব তৈরি করতে গেলে হিমশিম খেতে পারে। কারণ ছেলেদের একটা ইভেন্টে করতে গেলে ৮টা স্টেডিয়াম লাগবে, অনেক দেশের ৮টা স্টেডিয়াম নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়