শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ৮ বছরে আইসিসির টুর্নামেন্ট আয়োজনের নিলামে অংশ নেবে বিসিবি

এল আর বাদল : আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি’র আসরগুলো আগামীতে নতুন নিয়মে আয়োজিত হবে সেই আলোচনা সারতে হঠাৎ করে বাংলাদেশ সফরে আসলেন সংস্থার প্রধান নির্বাহী মানু সোহনি ও বাণিজ্যিক মহাব্যবস্থাপক ক্যাম্পবেল জেমিসন। গত রোববার রাতে তারা ঢাকায় আসেন।

আগামী ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আইসিসির ইভেন্টগুলোর ভেন্যু নির্ধারণ করা আছে। তারপরের ৮ বছর অর্থাৎ ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত ছেলেদের, মেয়েদের ও অনূর্ধ্ব ১৯ দলের ৮টি করে মোট ২৪টি আসর আয়োজন করবে আইসিসি। আর এবার এসব আসর আয়োজনের সময় ফিফা ও অলিম্পিককে অনুসরণ করার পরিকল্পনা করা হচ্ছে। নিলামের মাধ্যমে ঠিক করা হবে ভেন্যু। এই উদ্যোগের ফলে ক্রিকেট খেলুড়ে ছাড়াও অন্যান্য দেশগুলোতেও ক্রিকেটের বড় আসর আয়োজনের সুযোগ মিলবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এই সম্পর্কে বলেন, এবার তারা ভিন্নভাবে যাচ্ছে, অলিম্পিক এবং ফিফার মতো করে যে দেশে পড়বে সে দেশেই খেলা হবে, এবার আর কোনো ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাচ্ছে না। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও আমরা বসবো।

আইসিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনার পর পাপন আরও বলেন, সব ধরনের বিশ্বকাপ কিংবা আইসিসির সব ইভেন্টে এই নিলাম হবে। বাংলাদেশও এই নিলামে থাকবে। আমার মনে হয় নতুন করে অনেক দেশ এই সব তৈরি করতে গেলে হিমশিম খেতে পারে। কারণ ছেলেদের একটা ইভেন্টে করতে গেলে ৮টা স্টেডিয়াম লাগবে, অনেক দেশের ৮টা স্টেডিয়াম নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়