শিরোনাম
◈ সেন্ট মার্টিনকে চার জোনে ভাগ, রেস্ট্রিক্টেড জোনে প্রবেশ নিষিদ্ধ ◈ নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব ◈ নিলামে ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক ◈ নেপালে মসজিদ ভাঙচুরকে ঘিরে তীব্র উত্তেজনা: ভারত-নেপাল সীমান্ত বন্ধ ঘোষণা ও কারফিউ জারি ◈ নির্বাচনে এআই ও সামাজিক যোগাযোগমাধ্যম বড় ঝুঁকি: সতর্ক করলেন দেবপ্রিয় ভট্টাচার্য ◈ ওসমান হাদির হত্যার পরিকল্পনাকারী কে এই বাপ্পি? ◈ বিশ্বকা‌পে আম্পা‌যা‌রিং কর‌তে ভারতে যাবেন বাংলাদেশের সৈকত? ◈ বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক ◈ আ.লীগ ভারতের সেবাদাস সরকার ছিল: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে হাদি হত্যা, ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ৮ বছরে আইসিসির টুর্নামেন্ট আয়োজনের নিলামে অংশ নেবে বিসিবি

এল আর বাদল : আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি’র আসরগুলো আগামীতে নতুন নিয়মে আয়োজিত হবে সেই আলোচনা সারতে হঠাৎ করে বাংলাদেশ সফরে আসলেন সংস্থার প্রধান নির্বাহী মানু সোহনি ও বাণিজ্যিক মহাব্যবস্থাপক ক্যাম্পবেল জেমিসন। গত রোববার রাতে তারা ঢাকায় আসেন।

আগামী ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আইসিসির ইভেন্টগুলোর ভেন্যু নির্ধারণ করা আছে। তারপরের ৮ বছর অর্থাৎ ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত ছেলেদের, মেয়েদের ও অনূর্ধ্ব ১৯ দলের ৮টি করে মোট ২৪টি আসর আয়োজন করবে আইসিসি। আর এবার এসব আসর আয়োজনের সময় ফিফা ও অলিম্পিককে অনুসরণ করার পরিকল্পনা করা হচ্ছে। নিলামের মাধ্যমে ঠিক করা হবে ভেন্যু। এই উদ্যোগের ফলে ক্রিকেট খেলুড়ে ছাড়াও অন্যান্য দেশগুলোতেও ক্রিকেটের বড় আসর আয়োজনের সুযোগ মিলবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এই সম্পর্কে বলেন, এবার তারা ভিন্নভাবে যাচ্ছে, অলিম্পিক এবং ফিফার মতো করে যে দেশে পড়বে সে দেশেই খেলা হবে, এবার আর কোনো ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাচ্ছে না। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও আমরা বসবো।

আইসিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনার পর পাপন আরও বলেন, সব ধরনের বিশ্বকাপ কিংবা আইসিসির সব ইভেন্টে এই নিলাম হবে। বাংলাদেশও এই নিলামে থাকবে। আমার মনে হয় নতুন করে অনেক দেশ এই সব তৈরি করতে গেলে হিমশিম খেতে পারে। কারণ ছেলেদের একটা ইভেন্টে করতে গেলে ৮টা স্টেডিয়াম লাগবে, অনেক দেশের ৮টা স্টেডিয়াম নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়