শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০১:৫৮ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে ১১ কেজি সোনাসহ তিনজনকে আটক করেছে বিজিবি

যশোর প্রতিনিধি : প্রায় ১১ কেজি সোনা ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তিনজনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ১১ কেজি সোনা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে, রোববার রাত আড়াইটার সময় (রোববার দিবাগত রাত) যশোর-বেনাপোল সড়কের নতুন হাট এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশী করে সোনাসহ তিনজনকে আটক করা হয়।

আটককৃত তিনজন হলেন, শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম, একই উপজেলার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী ও কুমিল্লা জেলার দাউদকান্দির নলচক গ্রামের মনির হোসেনের ছেলে দেলোয়ার হোসেন। উদ্ধার হওয়া সোনার মূল্য ছয় কোটি ষাট লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোরের ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বিজিবি’র সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল রোববার রাত আড়াইটার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় বেনাপোল সীমান্তমুখী একটি প্রাইভেটকার তল্লাশী চালায়। এসময় তারা প্রাইভেটকারটি থেকে ৯৪ পিস সোনার বার উদ্ধার করে। যার ওজন ১০ কেজি ৯৩৫ গ্রাম।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়