শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০১:৫৮ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে ১১ কেজি সোনাসহ তিনজনকে আটক করেছে বিজিবি

যশোর প্রতিনিধি : প্রায় ১১ কেজি সোনা ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তিনজনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ১১ কেজি সোনা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে, রোববার রাত আড়াইটার সময় (রোববার দিবাগত রাত) যশোর-বেনাপোল সড়কের নতুন হাট এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশী করে সোনাসহ তিনজনকে আটক করা হয়।

আটককৃত তিনজন হলেন, শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম, একই উপজেলার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী ও কুমিল্লা জেলার দাউদকান্দির নলচক গ্রামের মনির হোসেনের ছেলে দেলোয়ার হোসেন। উদ্ধার হওয়া সোনার মূল্য ছয় কোটি ষাট লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোরের ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বিজিবি’র সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল রোববার রাত আড়াইটার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় বেনাপোল সীমান্তমুখী একটি প্রাইভেটকার তল্লাশী চালায়। এসময় তারা প্রাইভেটকারটি থেকে ৯৪ পিস সোনার বার উদ্ধার করে। যার ওজন ১০ কেজি ৯৩৫ গ্রাম।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়