রাসেল হোসেন, ধামরাই প্রতিনিধি: গ্রাম পুলিশ যদি কোনো বিপদে পরে সঙ্গে সঙ্গে থানার ওসি যাবে, সার্কেল যাবে , প্রয়োজন হলে এসপি যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ধামরাই থানা প্রাঙ্গনে গ্রাম পুলিশদের সাথে আইন-সৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং এ এসব কথা বলেন।
এ সময় ধামরাই থানা পুলিশ পরিদর্শক (অপারেশন)মাসুদুর রহমানের সঞ্চালনায় অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার , বিপিএম সেবা, পিপিএম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)উত্তর সাইদুর রহমান।এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক ডিবি মো. আবুল বাশার, পুলিশ পরিদর্শক কামাল হোসেন প্রমুখ। সম্পাদনা:জেরিন