শিরোনাম
◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা ◈ এবা‌রো কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা ◈ পাঁচ দিনে ঢুকেছে অন্তত ৫০০ গরু, বাংলাদেশে আসার অপেক্ষায় মিয়ানমার সীমান্তে হাজার হাজার বার্মিজ গরু

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৫:২৯ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থানা হেফাজতে আসামির মৃত্যুর দায় পুলিশ এড়াতে পারেনা, বললেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম

মাসুদ আলম : আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবগঠিত বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি শ্রদ্ধা জানানে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

কমিশনার বলেন, আমরা প্রাথমিকভাবে জেনেছি, এটি আত্মহত্যা। তবে পুলিশ এর দায় কোনোভাবেই এড়াতে পারে না। আমরা ঘটনা তদন্ত করছি। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে গাফলতির প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন বাংলাদেশ পুলিশে কর্মরত ক্যাডার কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন। কর্মক্ষেত্রে কোন সমস্যা বোধ করলে সংগঠনের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। পদোন্নতিসহ যেকোন যৌক্তিক দাবিগুলো সরকারের কাছে পেশ করা হয়। এছাড়াও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডসহ দুঃস্থদের মাঝে ঈদে ও শীতে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি সংগঠনের কোন সদস্য অসুস্থ হলে তার চিকিৎসা সহায়তা দেওয়া ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ড. মোহাম্মদ জাবেদ পায়োটারী ও সংগঠনটির সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য শনিবার গভীর রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার হাজতখানা থেকে এফডিসি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বাবুর (৪৫) লাশ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, বাবু চাদর দিয়ে আত্মহত্যা করেছে। তবে প্রশ্ন উঠেছে, থানায় এত নিরাপত্তার মধ্যে কীভাবে তিনি আত্মহত্যা করলেন? সার্বক্ষণিক হাজতখানার সামনে পুলিশ থাকে, সিসি ক্যামেরা রয়েছে। তারপরও থানা পুলিশের নজরে পড়লো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়