শিরোনাম
◈ লিগে অংশ না নি‌লে বর্জনের ডাক দেয়া ক্লাবদের বিরু‌দ্ধে কঠোর শাস্তির ঘোষণা বিসিবির ◈ মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা ও সড়ক অবরোধের ঘটনায় বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ রাজনৈতিক সমঝোতার রেফারি কে? গণভোট ইস্যুতে নতুন বিতর্ক ◈ সাগরের বুকে পুটনী দ্বীপ, এ যেন এক নতুন ভূখন্ড পেল বাংলাদেশ!(ভিডিও) ◈ চীনের কাছ থেকে ভয়ংকর এসওয়াই-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ, শক্তিশালী সেনাবাহিনী গঠনের লক্ষ্য ◈ গাজীপুরের ৪টি আসনে ধানের শীষের টিকিট পেলেন যারা ◈ বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েট নেতার নাম ◈ জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা ◈ শিগগিরই এনসিপির প্রার্থী ঘোষণা, শীর্ষ নেতারা লড়তে পারেন যেসব আসন থেকে ◈ সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে, প্রশিক্ষণ নিচ্ছেন পুলিশ–বিজিবি–আনসার সদস্যরা

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপেও মাহমুদউল্লাহকে অধিনায়ক চান ডোমিঙ্গো

শিউলী আক্তার : জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় আইসিসির শাস্তি ভোগ করছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে এই ফরমেটে দলের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও তাকে অধিনায়ক করা হয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত অধিনায়ক হলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের তাকেই ক্যাপ্টেন দেখতে চান দলের প্রধান রাসেল ডোমিঙ্গো।

তিনি বলেন, ‘আমি আশা করি বিশ্বকাপেও সে দলকে নেতৃত্ব দিবে। আমার সমর্থন তার পক্ষে রয়েছে। ভারতে সে অধিনায়ক হিসেবে দারুণ করেছে। এখানে আসার পর থেকেই রিয়াদের সাথে কাজ করে বেশ উপভোগ করছি আমি। সে অনেক পেশাদার একজন ক্রিকেটার। বিশ্বমানের খেলোয়াড় এবং ড্রেসিংরুমে অনেক সম্মানিত একজন। বিশ্বকাপে আমি তাকেই দেখতে চাই দলের নেতা হিসেবে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স সন্তোষজনক নয়। যদিও ক’দিন আগেই রিয়াদের নেতৃত্বে ভারতকে ভারতের মাটিতে হারিয়েছিলো টাইগাররা। ডোমিঙ্গো মনে করেন, সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান শীর্ষ র‌্যাঙ্কধারী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ পাচ্ছে নিজেদের পারফরম্যান্স যাচাইয়ের সুযোগ।

তিনি বলেন, ‘পাকিস্তান এক নম্বর দল এই ফরম্যাটে। দুর্দান্ত টি-টোয়েন্টি দল তাদের। আমরা এটাও জানি- টি-টোয়েন্টিতে আমরা উন্নতি করছি। তাই এখন মুখিয়ে আছি দেখার জন্য, বিশ্বের শীর্ষ টি-টোয়েন্টি দলের বিপক্ষে আমরা কেমন খেলি।’

প্রসঙ্গত, সফরকারী দলের ভূমিকায় থেকে আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। প্রতিটি ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়