শিরোনাম
◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে ◈ উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে ২৫ কোটি টাকার ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে সরকার ◈ বিএনপির বিশেষ নির্দেশনা তারেক রহমানের জন্মদিন নিয়ে ◈ প্রবাসীদের পোস্টাল ভোট: ৫ দিনে নিবন্ধন বাধ্যতামূলক, অঞ্চলভিত্তিক সময়সূচি ঘোষণা ইসির ◈ সোনার নতুন দাম, কত কমলো? ◈ ২২ বছরের অপেক্ষা শেষে ভারতকে হারাল বাংলাদেশ ◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ১১:১৩ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে শাবানা আজমি, আরোগ্য কামনা করে মোদী-মমতার টুইট

মুসফিরাহ হাবীব: ভারতের মুম্বাইয়ে শনিবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনায় বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে তার চিকিৎসা চলছে। প্রথমে পানভেলের এমজিএম হাসপাতালে ভর্তির পর এখন তাকে দ্রুততার সঙ্গে নেওয়া হয়েছে কোকিলাবেন আম্বানি হাসপাতালে।

তার এই আহত হওয়ার খবরে উদ্বিগ্ন চলচ্চিত্র জগত থেকে শুরু করে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শাবানা আজমির দ্রুত সুস্থতা কামনা করে ট্যুইট করেছেন। ট্যুইটে তিনি লিখেছেন, ‌‌‘গাড়ি দুর্ঘটনায় শাবানা আজমির আহত হওয়ার খবর শুনে আমি মর্মাহত। তার দ্রুত আরোগ্য কামনা করি।’

শুক্রবার শাবানা আজমির স্বামী জাভেদ আখতারের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শাবানা আজমির দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মমতা টুইট করে বলেন, ‘এই মাত্র খবরটা পেলাম! শাবানা জি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটাই চাই!’

মুম্বাই-পুণে জাতীয় সড়কে শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খালালপুর টোল প্লাজার কাছে হঠাৎ করেই তার গাড়িটি একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। শাবানাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি গুরুতর আহত ঠিকই, তবে বিপদমুক্ত। আপাতত তার অবস্থা স্থিতিশীল।

তার দুর্ঘটনার খবর পেয়ে রাজনৈতিক ব্যক্তিত্বসহ অভিনেতা-অভিনেত্রী-গায়ক-গায়িকারা সবাই দ্রুত আরোগ্য কামনা করেছেন। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরও বলেছেন, ‘শুনে খুব খারাপ লাগছে। চাই শাবানা যাতে খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন!’

  • সর্বশেষ
  • জনপ্রিয়