শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীক্ষা না পিছিয়ে সিটি নির্বাচন এগিয়ে আনলে ভালো হতো, বললেন তাপস

সমীরণ রায়: রোববার মতিঝিলের নটরডেম কলেজ এলাকায় প্রচারণার আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, কারণ এসএসসি পরীক্ষার তারিখ পেছানোয় অনেকের প্রস্তুতিতে বিঘ্ন ঘটেছে। এখন সূচি পেছানোয় শিক্ষার্থীদের পড়াশোনায় একটু ব্যাঘাত ঘটবে। এছাড়া আমরা বাড়ি বাড়ি গিয়ে যে প্রচারণা চালাচ্ছি এতেও শিক্ষার্থীদের একটু সমস্যা হচ্ছে। নির্বাচনের তারিখ না পিছিয়ে এগিয়ে আনা হতো তাহলে শিক্ষার্থীদের এই সমস্যায় পড়তে হতো না।

তিনি বলেন, সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে। আমরা ঢাকাবাসী মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমরা যত বেশি মানুষের দোরগোড়ায় যেতে পারব ভোটের ব্যবধান তত বৃদ্ধি পাবে। আমি নির্বাচিত হতে পারলে নগরবাসীকে সুন্দর একটি মেট্রোপলিটন শহর উপহার দেবো। আগামী ১ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আমাকে ১ ফেব্রয়ারি পর্যন্ত সময় দিন, আমি আগামী পাঁচ বছর আপনাদের দেব।

তাপস বলেন, আমরা অনেক বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত হতে চাই। এজন্য আমাদের প্র্রত্যেকটি নেতাকর্মীদেরকে ঢাকাবাসীর ঘরে ঘরে যেতে হবে এবং ভোট প্রার্থনা করতে হবে। এভাবে আমরা প্রচারণা চালাতে পারলে আগামী ১ ফেব্রুয়ারি নৌকা বিপুল ভোটে জয়যুক্ত হবে।

আরামবাগ, মতিঝিল অফিস পাড়া ও ফকিরাপুল এলাকায় প্রচারণায় নিজে উপস্থিত থেকে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান। এ সময় নিজে ফুটপাত, দোকান ও অফিসে ঢুকে লিফলেট ধরিয়ে দিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান শেখ ফজলে নূর তাপস। তাপস নটর ডেম কলেজের পাশে আসার আগেই সকাল ১০টা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘তাপস, তাপস’ স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়