শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫৩ ট্রিলিয়ন ডলার ঋণের ভারে জর্জরিত বিশ্ব অর্থনীতি, আশঙ্কা আইএমএফ’র

রাশিদ রিয়াজ : আইএমএফ বলছে চলতি বছর বিশ্ব অর্থনীতিতে ঋণের পরিমান আরো বেড়ে যাবে। গত বছর প্রথম ৯ মাসে রেকর্ড ৯ লাখ কোটি ডলার ঋণ বৃদ্ধি পেয়ে বিশ্ব অর্থনীতিতে ঋণের পরিমান দাঁড়িয়েছে ২৫৩ লাখ কোটি ডলার যা চলতি বছর শেষে ২৫৭ ট্রিলিয়ন ডলার ছাড়াবে। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফিন্যান্স পরিসংখ্যান দিয়ে বলছে সরকারি, বেসরকারি, কোম্পানি কিংবা ব্যক্তিগত মিলিয়ে বিশ্বে যাবতীয় ঋণের পরিমান বৃদ্ধি পাচ্ছে। সিএনএন
ঋণের অর্ধেকই হচ্ছে উন্নত দেশ যেমন যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলোর জিডিপি ও ঋণ অনুপাত দাঁড়িয়েছে ৩৮৩ শতাংশ। সমগ্র বিশ্বে এ অনুপাত ৩২২ শতাংশ। নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড ও নরওয়েতে গৃহস্থালী ঋণ এবং যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় বাড়ছে সরকারের ঋণ। আবার উদীয়মান বাজারে ঋণের পরিমান ৭২ ট্রিলিয়ন কিন্তু আইএমএফ বলছে এধরনের ঋণ দ্রুত বাড়ছে এবং তা আশঙ্কাজনক। চীনের জিডিপি ও ঋণের অনুপাত রয়েছে ৩১০ শতাংশ যা উন্নয়নশীল বিশ্বে সর্বোচ্চ। ২০১৭ ও ২০১৮ সালে চীনের কোম্পানিগুলো ঋণ গ্রহণ কমাতে সক্ষম হলেও গত বছর তা ফের বেড়ে যায়। একারণে বিনিয়োগকারীরা উচ্চলাভজনক দেশের দিকে সন্দেহজনক দৃষ্টিভঙ্গি রাখছেন।

গত বছর যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ ৩ দফা সুদের হার কমিয়েছে। ইউরোপে কেন্দ্রীয় ব্যাংকে সুদের হারও কম। জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামাল দিতে জাতিসংঘ বলছে ২০৩০ সালের মধ্যে ৪২ ট্রিলিয়ন ডলার ঋণ প্রয়োজন। কিন্তু যে হারে ঋণের চাহিদা বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে অবকাঠামো খাতে অর্থের যোগান দেয়া সম্ভব হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়