মহসীন কবির: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদের নেতৃত্বে ৬ বিচারকের আপিল বেঞ্চের সইয়ের পর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন খারিজের ১২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ রায় প্রকাশ করা হয়। রোববার সকালে আপিল বিভাগ রায়ের পর্যবেক্ষণে আদালত এমন মন্তব্য করেন। চ্যানেল২৪ ও ডিবিসি টিভি
পর্যবেক্ষণে বলা হয়, খালেদা জিয়া সম্মতি দিলে, তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে বাধ্য থাকবে বিএসএমএমইউ। 'চ্যারিটেবল মামলায় খালেদা জিয়াকে সাক্ষ্য প্রমাণবিহীন সাজা দেয়া হয়েছে' তার আইনজীবীরা এমন অভিযোগ করলেও তা প্রমাণে ব্যর্থ হয়েছেন।মামলাটি হাইকোর্টে দ্রুত শুনানির জন্য, অ্যাটর্নি জেনারেলকে উদ্যোগ নিতে বলেছেন আপিল বিভাগ।