শিরোনাম
◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৯:৩৩ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উৎসবের ছুটিতে ক্লাস-পরীক্ষা না নেওয়ার আহ্বান ডাকসুর

বাংলা ট্রিবিউন : ডাকসু বিজ্ঞপ্তিসরস্বতী পূজার দিন ক্লাস পরীক্ষা না নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এছাড়া আহ্বানে সাড়া না দিলে করণীয় নির্ধারণে ডাকসু পিছপা হবে না বলে হুঁশিয়ারিও দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরস্বতী পূজার দিনে ঢাকা সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ) নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ার প্রতিবাদে গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে দেশব্যাপী যে সত্য-সুন্দর-অহিংস-অনুকরণীয় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে, তার সুষ্ঠু সমাধান জাতিকে নতুন করে আশান্বিত করেছে, একাত্তরের শহীদদের রক্তস্নাত মহান অঙ্গীকার অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রতি।

এতে আরও বলা হয়, ‘পূজার দিনে ভোট নয়’, স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন, রাজনৈতিক নেতৃত্ব, গণমাধ্যমসহ অসাম্প্রদায়িক-ধর্মনিরপেক্ষ বাংলাদেশের স্বপ্ন দেখা প্রতিটি মানুষকে যোগ দেওয়ায় যাকসুর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়।

উৎসবের ছুটিতে ক্লাস পরীক্ষা না নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি ডাকসু জোরালো আহ্বান জানাচ্ছে, অতীতের মতো আগামীতেও যেন উৎসবের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনও বিভাগে পরীক্ষা-ক্লাস-এসাইনমেন্ট-প্রেজেন্টেশনের তারিখ নির্ধারণ করা না হয়। এমনটি করা হলে এবারের মতো আগামীতেও ডাকসু তার করণীয় নির্ধারণে পিছপা হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়