শিরোনাম
◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ◈ ইটস ভেরি অর্গানাইজড পার্টি, এবার জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন রুমিন ফারহানা!(ভিডিও)

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ১২:৪২ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরাইলে প্রবাসীর ঘরে অলৌকিক কবর, গুড়িয়ে দিলো পুলিশ

আরিফুল ইসলাম, সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউপির শাখাইতি গ্রামে প্রবাসী অহেদ মিয়ার ঘরে হঠাৎ একটি অলৌকিক কবর এর সন্ধান মেলে। বিষয়টি জানাজানি হলে আশপাশের শত শত মানুষ এসে সেই কবরে মোমবাতি-আগরবাতি জ্বালাতে শুরু করে। অনেকে বিভিন্ন মানতের নামে টাকা-পয়সা দিতে থাকে। কেউ কেউ সেই কবরে সিজদাও দেয়।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে পুলিশ এসে শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে সেই কবর গুড়িয়ে দেয়।

স্থানীয় ইউপি সদস্য সুমন মুন্সি জানান, প্রবাসী অহেদ মিয়ার স্ত্রী আনিছা বেগম ও কয়েকজন মিলে কবর পূজার নামে ব্যবসা করতেই তারা এই অলৌকিক কবর তৈরি করেছিলো গোপনে। আনিছা বেগম এ অলৌকিক কবরের 'খাদিম মাতা' হিসেবে পরিচয় দিতো। তারা গোপনে দু'তিন দিন আগেই ঘরের ভিতরে এ কবর নির্মাণ করে এটিকে গায়েবি বা অলৌকিক কবর হিসেবে প্রচার করতে থাকে।

সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো শুক্রবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আসলে সেটি অলৌকিক কোনো কবর ছিলো না। একটি চিহ্নিত প্রতারক চক্র গোপনে সেই ঘরে এ কবর তৈরির পর তা অলৌকিক বা গায়েবি কবর হিসেবে এলাকায় প্রচার শুরু করে, শুধু অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে।

আমরা খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সেই কথিত কবর গুড়িয়ে দিয়েছি এবং এর রহস্য উন্মোচন করেছি। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়