শিরোনাম
◈ নিত্যপণ্যের বাজারে অস্বস্তি: বাড়ল ভোজ্য তেল ও ডিমের দাম, সবজির দামও চড়া ◈ ন্যায্যমূল্য না পেয়ে মাঠে পড়ে আছে ৮ লাখ মেট্রিক টন লবণ, এর মধ্যেই আমদানির তোড়জোড় ◈ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইলো বিশ্বের খ্যাতিমান ইহুদি ব্যক্তিত্বরা ◈ বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে ◈ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ১২:৪২ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরাইলে প্রবাসীর ঘরে অলৌকিক কবর, গুড়িয়ে দিলো পুলিশ

আরিফুল ইসলাম, সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউপির শাখাইতি গ্রামে প্রবাসী অহেদ মিয়ার ঘরে হঠাৎ একটি অলৌকিক কবর এর সন্ধান মেলে। বিষয়টি জানাজানি হলে আশপাশের শত শত মানুষ এসে সেই কবরে মোমবাতি-আগরবাতি জ্বালাতে শুরু করে। অনেকে বিভিন্ন মানতের নামে টাকা-পয়সা দিতে থাকে। কেউ কেউ সেই কবরে সিজদাও দেয়।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে পুলিশ এসে শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে সেই কবর গুড়িয়ে দেয়।

স্থানীয় ইউপি সদস্য সুমন মুন্সি জানান, প্রবাসী অহেদ মিয়ার স্ত্রী আনিছা বেগম ও কয়েকজন মিলে কবর পূজার নামে ব্যবসা করতেই তারা এই অলৌকিক কবর তৈরি করেছিলো গোপনে। আনিছা বেগম এ অলৌকিক কবরের 'খাদিম মাতা' হিসেবে পরিচয় দিতো। তারা গোপনে দু'তিন দিন আগেই ঘরের ভিতরে এ কবর নির্মাণ করে এটিকে গায়েবি বা অলৌকিক কবর হিসেবে প্রচার করতে থাকে।

সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো শুক্রবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আসলে সেটি অলৌকিক কোনো কবর ছিলো না। একটি চিহ্নিত প্রতারক চক্র গোপনে সেই ঘরে এ কবর তৈরির পর তা অলৌকিক বা গায়েবি কবর হিসেবে এলাকায় প্রচার শুরু করে, শুধু অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে।

আমরা খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সেই কথিত কবর গুড়িয়ে দিয়েছি এবং এর রহস্য উন্মোচন করেছি। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়