রাশিদ রিয়াজ : মস্কোয় বার্ষিক সাংবাদিক সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার বলেন তার কাছে গোয়েন্দা তথ্য আছে যে, তেহরানের আকাশে ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার সময় দেশটির সীমান্তে অন্তত ৬টি মার্কিন এফ-৩৫ স্টিলথ জঙ্গিবিমান আকাশে উড়ছিল।
ভূরাজনীতি বিষয়ক অনলাইন গ্লোবাল রিসার্চের এক প্রতিবেদন বলছে মার্কিন স্টিলথ-৩৫ বিমান থেকে ইরানের বিমান প্রতিরোধ ব্যবস্থা ‘জ্যাম’ করে ফেলার পর ম্যানুয়ালি ইরানের বিমান প্রতিরোধ ব্যবস্থা চালু ছিল। সেখানেই ভুল করে ইউক্রেনের যাত্রীবাহী বিমানকে স্পর্শকাতর এলাকায় আসতে দেখে বোমারু বিমান মনে করে সোভিয়েত আমলের এসএ-১৫ ধরনের দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বসে অপারেটর।
যে কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবার আগে টুইটে বলেন ইরান হয়ত ভুল করে ইউক্রেনের বিমান ভূপাতিত করে ফেলেছে।
এরপর এ ঘটনার সঙ্গে ইরানের দেয়া বিবৃতি, ল্যাভরভের বক্তব্য মিলে যাচ্ছে।