নিউজ ডেস্ক : জেলা শহরের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান শ্যামসুন্দরপুর জামিয়া আরাবিয়া ফরিদিয়া, ফরিদাবাদ কওমি মাদ্রাসা ও এতিমখানার ইসলামি মহাসম্মেলনে , শুক্রবার রাত ৯ টা থেকে শুরু করে প্রায় দুই ঘণ্টা ওয়াজ করেন তিনি। যুগান্তর
হজরত মুহাম্মদ (সা.) ও সাহাবি হযরত ওমর ফারুকের জীবনীসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আজহারী। ধর্মপ্রাণ লাখো মুসল্লি তার ওয়াজ শোনেন। এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টারে শ্যামসুন্দরপুরে পৌঁছান মিজানুর রহমান আজহারী। রাতে মাহফিলস্থল ও আশপাশের এলাকায় প্রচুর লোকের সমাগম হয়।
শ্যামসুন্দরপুর জামিয়া আরাবিয়া ফরিদিয়া, ফরিদাবাদ কওমি মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মো. ফরিদ শেখ বলেন, লাখো মানুষের অংশগ্রহণে শান্তিভাবে ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। অনুলিখন : সানজীদা।