শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তালেবান

সাইফুর রহমান : কাতারের দোহায় মার্কিন-তালেবান শান্তি আলোচনায় সমঝোতাকারী দু’টি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, এর ফলে আফগান সেনাবাহিনীর সঙ্গে তালেবানদের সহিংতা কমে আসবে এবং সরকারের সঙ্গেও তাদের আলোচনার পথ সুগম হবে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের দীর্ঘ দিনের সঙ্কটের সমাধান হবে বলেও আশা করা হচ্ছে। দি ডন, রয়টার্স

দোহায় তালেবান দপ্তরের মুখপাত্র সুহাইল শাহীন জানান, শান্তি চুক্তিতে সাক্ষর করতে বুধবার এবং বৃহস্পতিবার তালেবান ও মার্কিন সমঝোতাকারী দল সাক্ষাৎ করেছেন। শুক্রবার এক টুইটে তিনি জানান, দু’পক্ষের আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং তা আরো কয়েক দিন ধরে চলবে।

১৮ বছর ধরে চলমান যুদ্ধের অবসানের লক্ষে দু’পক্ষের আলোচনার মাঝে গত সেপ্টেম্বরে তালেবানের হামলায় এক মার্কিন সৈন্য নিহত হওয়ার পর আলোচনা ভেস্তে যায়। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আফগানিস্তান সফরের পর আবার আলোচনা শুরু হয় কিন্তু কাবুলের বাইরে এক মার্কিন ঘাঁটিতে তালেবানদের আত্মঘাতি হামলায় ২ বেসামরিক লোক নিহত হওয়ার পর আবারো আলোচনা থেমে যায়।

একজন শীর্ষ আফগান কমান্ডার জানান, এর আগে শান্তি আলোচনার সময় যুক্তরাষ্ট্র চেয়েছিল আমরা যুদ্ধবিরতির ঘোষণা দেই কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করি। এখন এই যুদ্ধবিরতি কার্যকর হলে জার্মানিতে তালেবান এবং আফগান সরকারের প্রতিনিধিরা বৈঠকে বসতে পারেন। তবে বিষয়টি নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কিংবা আফগান সরকারের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়