শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৫:৪৩ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আইডিয়াল স্কুলে ওড়না নিষিদ্ধ নয় ঐচ্ছিক, ড্রেস কোড নিয়ে অপপ্রচার চলছে’

বাংলা ট্রিবিউন : রাজধানীর ঐহিত্যবাহী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ড্রেস কোডে পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত মূল ড্রেস কোডে রয়েছে সালোয়ার, কামিজ, ক্রস বেল্ট ওড়না ও জুতা। এর আগে মেয়েদের ড্রেস কোডে ফ্রগ নির্ধারিত ছিলো, এখন কামিজ নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন থেকে দেশের প্রচলিত ড্রেস কোডের বাইরে ছিল এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। ছেলেদের জন্য টুপি, মেয়েদের জন্য স্কার্ফ ও অতিরিক্ত হিসেবে বড় ওড়না বাধ্যতামূলক ছিল। নতুন শিক্ষাবর্ষ থেকে এগুলোকে ঐচ্ছিক করা হয়েছে মাধ্যমিক শাখার জন্য। তবে কলেজ শাখার ড্রেস কোড আগের মতোই রয়েছে।

এই ড্রেস কোড পরিবর্তনের পর কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। ফেসবুকে অনেকেই দাবি করেন আইডিয়াল স্কুলে ওড়না ‘নিষিদ্ধ’ করা হয়েছে। যদিও প্রকৃতপক্ষে ওড়না নিষিদ্ধ করা হয়নি, ঐচ্ছিক করা হয়েছে। বিষয়টিকে ‘উদ্দেশ্যমূলক অপপ্রচার’ বলছে আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ।

সামাজিক যোগোযোগ মাধ্যমে এই প্রচারণার পর বনশ্রী শাখায় সাধারণ অভিভাবকদের একাংশ বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করেন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে অভিভাবক ঐক্য ফেরাম বিক্ষোভ করে বিস্তারিত কর্মসূচি ঘোষণা দেবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি জিয়াউল কবির দুলু।

এসব বিষয়ে জানতে চাইলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, “ওড়না নিষিদ্ধ করা হয়নি। এটা অপপ্রচার। ড্রেস কোড পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত ড্রেস কোডে রয়েছে সালোয়ার, কামিজ ও ‘ক্রস বেল্ট ওড়না’। মেয়েরা আগে যে অতিরিক্ত বড় ওড়নাটি ব্যবহার করতো তা ঐচ্ছিক করা হয়েছে। মূল ড্রেসের সঙ্গে যারা অতিরিক্ত বড় ওড়না ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তারা ব্যবহার করতে পারবে। টুপিও ঐচ্ছিক করা হয়েছে। কোনও শিক্ষার্থী চাইলে বড় ওড়না বা টুপি ব্যবহারে কোনও নিষেধ নেই।’’

প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য (শিক্ষক প্রতিনিধি) মাকসুদা আক্তার মালা  বলেন, “সারাদেশের স্কুল ড্রেসে ‘ক্রস বেল্ড ওড়না’ থাকে ৪ ইঞ্চি। আমাদেরও আগে ৪ ইঞ্চি ছিলো, পরিবর্তিত ড্রেস কোডে করা হয়েছে ৬ ইঞ্চি। ফ্রগ বদলে কামিজ করা হয়েছে। স্কুল ড্রেসে প্রচলিত কামিজের ঘের থাকে ২৪ ইঞ্চি, সেটি বাড়িয়ে ২৬ থেকে ২৮ ইঞ্চি করা হয়েছে। এছাড়া ছেলেদের টুপি, মেয়েদের স্কার্ফ, হিজাব ও অতিরিক্ত বড় ওড়নাটি ঐচ্ছিক করা হয়েছে। এই বিষয়টি নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। আইডিয়াল স্কুলের বিভিন্ন ইস্যুতে যাদের স্বার্থ সংরক্ষিত হয়নি তারাই এই বিষয়টি নিয়ে জল ঘোলা করার চেষ্টা করছে।’’

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ঐক্য ফেরামের সভাপতি জিয়াউল কবির দুলু  বলেন, ‘কয়েকদিন থেকে সাধারণ অভিভাবকরা বনশ্রী শাখায় বিক্ষোভ প্রদর্শন করছে। অভিভাবকদের দাবি পুরনো ড্রেস কোড রাখতে হবে। পরিবর্তিত ড্রেস কোড বাদ দিতে হবে। যদি ৩১ জানুয়ারি মধ্যে নতুন ড্রেস কোড বাদ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে ১ ফেব্রুয়ারি থেকে অভিভাবক ঐক্য ফেরাম কর্মসূচি দেবে।’

জিয়াউল কবির দুলু জানান, ‘পরিবর্তিত ড্রেস কোডের মধ্যে ছেলেদের মাথায় টুপি পরার বিষয়টি ঐচ্ছিক করা নিয়ে অভিভাবকদের কোনও উৎকণ্ঠা নেই। যদিও এটি বাধ্যতামূলক থাকলে ভালো হতো। তবে অতিরিক্ত বড় ওড়না ঐচ্ছিক করা হয়েছে। এটি বাধ্যতামূলক করতে অভিভাবকদের দাবি রয়েছে।’ ছেলেদের টুপি ঐচ্ছিক করায় আপত্তি না থাকলে মেয়েদের বড় ওড়না ঐচ্ছিক করায় আপত্তি কেন—এমন প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়