আসিফ কাজল : আগামী ১৯ অথবা ২০ জানুয়ারি সারাদেশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগে এ সম্ভাবনা সব চেয়ে বেশি। এর ফলে আবারো দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, দিনে সূর্যের কিরণ থাকায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। যে কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। রাতে শীতের যে তাপমাত্রা থাকার কথা তাই রয়েছে। শুক্রবার দেশের কোথাও শৈত্যপ্রবাহ ছিলো না বলেও জানান তিনি।
শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিলো ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।