শিরোনাম
◈ ১০ বছর ধরে একাধিক পরকীয়ায় যুক্ত ব‌ক্সিং‌য়ে ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম, বিবাহবিচ্ছিন্ন স্বামীর ◈ ধুন্ধুমার ক্রিকেট যুদ্ধে শচীন ও অমিতাভ বচ্চন! ব‌লিউড শাহেনশার জয় ◈ ৬ হাজার ৭৫৫ কোটি টাকা ব্যয়ের পর অসমাপ্ত অবস্থায় বাতিল ২৯ প্রকল্প ◈ ট্রাম্পের দাবি: মার্কিন হুঁশিয়ারিতে ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড স্থগিতের নির্দেশ দিয়েছে তেহরান ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র ◈ বিএনপি নেতা সাজুকে বহিষ্কার ◈ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: কাছাকাছি মার্কিন ঘাঁটি ও সামরিক শক্তির হিসাব ◈ এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে, বেনাপোল বন্দরে ৫৩ কাটুন আটক ◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রায় ১৫০ দিন গৃহবন্দি থাকার পর অবশেষে মুক্ত জম্মু-কাশ্মীরের ৫ রাজনীতিবিদ

আপেল মাহমুদ: তিন প্রাক্তন বিধায়ক-সহ মোট ৫ জন রাজনীতিবিদকে পয়লা জানুয়ারি মুক্তি দিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। প্রায় ১৫০ দিন ধরে তাঁরা গৃহবন্দী ছিলেন। এনডিটিভি

গত বছরের ৫ অগাস্ট থেকে প্রায় শতাধিক রাজনীতিবিদকে গৃহবন্দি করে রেখেছিল কেন্দ্রীয় সরকার। নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল মোবাইল ও ব্রডব্যান্ড ব্যবহারে। অবাধ বিচরণ রুখতে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। ধীরে ধীরে সরকারি সেসব বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

তারই অংশ হিসেবে এই পাঁচ জনকে মুক্তি দেওয়া হয়েছে। জানা গেছে, এনসি'র তিনজন আর পিডিপির দু'জনকে মুক্ত করা হয়েছে। এনসির মুক্ত তিনজন হলেন আলতাফ কালু, শওকত গনাই এবং সলমন সাগর। পাশাপাশি পিডিপির নিজামুদ্দিন ভাট আর মুখতার বাঁধকে মুক্তি দেওয়া হয়েছে।

তবে সে রাজ্যের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ, তাঁর পুত্র ওমর আব্দুল্লাহ আর পিডিপি নেত্রী মেহবুবা মুফতি গৃহবন্দিই থাকবেন। কবে নাগাদ তাঁদের মুক্তি দেওয়া হবে তা স্পষ্ট করেনি স্বরাষ্ট্র মন্ত্রনালয়। অবিলম্বে উপত্যকায় গৃহবন্দীদের মুক্তি দিতে বিশ্বব্যাপী রব উঠেছিল। সেই দাবির প্রক্ষিতেই এই পদক্ষেপ নিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকার। পাশাপাশি গত শুক্রবার সে রাজ্যে ইন্টারনেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। সম্পাদনা: সিরাজুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়