শিরোনাম
◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রায় ১৫০ দিন গৃহবন্দি থাকার পর অবশেষে মুক্ত জম্মু-কাশ্মীরের ৫ রাজনীতিবিদ

আপেল মাহমুদ: তিন প্রাক্তন বিধায়ক-সহ মোট ৫ জন রাজনীতিবিদকে পয়লা জানুয়ারি মুক্তি দিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। প্রায় ১৫০ দিন ধরে তাঁরা গৃহবন্দী ছিলেন। এনডিটিভি

গত বছরের ৫ অগাস্ট থেকে প্রায় শতাধিক রাজনীতিবিদকে গৃহবন্দি করে রেখেছিল কেন্দ্রীয় সরকার। নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল মোবাইল ও ব্রডব্যান্ড ব্যবহারে। অবাধ বিচরণ রুখতে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। ধীরে ধীরে সরকারি সেসব বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

তারই অংশ হিসেবে এই পাঁচ জনকে মুক্তি দেওয়া হয়েছে। জানা গেছে, এনসি'র তিনজন আর পিডিপির দু'জনকে মুক্ত করা হয়েছে। এনসির মুক্ত তিনজন হলেন আলতাফ কালু, শওকত গনাই এবং সলমন সাগর। পাশাপাশি পিডিপির নিজামুদ্দিন ভাট আর মুখতার বাঁধকে মুক্তি দেওয়া হয়েছে।

তবে সে রাজ্যের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ, তাঁর পুত্র ওমর আব্দুল্লাহ আর পিডিপি নেত্রী মেহবুবা মুফতি গৃহবন্দিই থাকবেন। কবে নাগাদ তাঁদের মুক্তি দেওয়া হবে তা স্পষ্ট করেনি স্বরাষ্ট্র মন্ত্রনালয়। অবিলম্বে উপত্যকায় গৃহবন্দীদের মুক্তি দিতে বিশ্বব্যাপী রব উঠেছিল। সেই দাবির প্রক্ষিতেই এই পদক্ষেপ নিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকার। পাশাপাশি গত শুক্রবার সে রাজ্যে ইন্টারনেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। সম্পাদনা: সিরাজুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়