শিরোনাম
◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের ◈ বাংলাদেশের ডাকে সাড়া: ১৬ দেশ পাঠাচ্ছে অর্ধশতাধিক পর্যবেক্ষক

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রায় ১৫০ দিন গৃহবন্দি থাকার পর অবশেষে মুক্ত জম্মু-কাশ্মীরের ৫ রাজনীতিবিদ

আপেল মাহমুদ: তিন প্রাক্তন বিধায়ক-সহ মোট ৫ জন রাজনীতিবিদকে পয়লা জানুয়ারি মুক্তি দিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। প্রায় ১৫০ দিন ধরে তাঁরা গৃহবন্দী ছিলেন। এনডিটিভি

গত বছরের ৫ অগাস্ট থেকে প্রায় শতাধিক রাজনীতিবিদকে গৃহবন্দি করে রেখেছিল কেন্দ্রীয় সরকার। নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল মোবাইল ও ব্রডব্যান্ড ব্যবহারে। অবাধ বিচরণ রুখতে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। ধীরে ধীরে সরকারি সেসব বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

তারই অংশ হিসেবে এই পাঁচ জনকে মুক্তি দেওয়া হয়েছে। জানা গেছে, এনসি'র তিনজন আর পিডিপির দু'জনকে মুক্ত করা হয়েছে। এনসির মুক্ত তিনজন হলেন আলতাফ কালু, শওকত গনাই এবং সলমন সাগর। পাশাপাশি পিডিপির নিজামুদ্দিন ভাট আর মুখতার বাঁধকে মুক্তি দেওয়া হয়েছে।

তবে সে রাজ্যের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ, তাঁর পুত্র ওমর আব্দুল্লাহ আর পিডিপি নেত্রী মেহবুবা মুফতি গৃহবন্দিই থাকবেন। কবে নাগাদ তাঁদের মুক্তি দেওয়া হবে তা স্পষ্ট করেনি স্বরাষ্ট্র মন্ত্রনালয়। অবিলম্বে উপত্যকায় গৃহবন্দীদের মুক্তি দিতে বিশ্বব্যাপী রব উঠেছিল। সেই দাবির প্রক্ষিতেই এই পদক্ষেপ নিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকার। পাশাপাশি গত শুক্রবার সে রাজ্যে ইন্টারনেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। সম্পাদনা: সিরাজুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়