সাইফুল্লাহ মাহমুদ দুলাল : বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট করে দুর্নীতিবাজরা কানাডায় এসে বেগম পাড়া বানাচ্ছে, মিলিয়ন মিলিয়ন ডলারে বাড়ি কিনছে নগদ টাকায়। কমিউনিটির পৃষ্ঠপোষক সাজছে, রমরমা ব্যবসা করছে। পর পর এ রকম ৩-৪টি খবর ছাপার প্রেক্ষিতে টরন্টো প্রবাসী বাঙালিদের মধ্যে হৈচৈ আর তীব্র নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। ফেসবুকে ভাইরাল হচ্ছে। প্রতিবাদ সভার প্রস্তুতি চলছে। ভালো উদ্যোগ।
এখন অনেকেই ইনবক্সে, ফোনে, পোস্টে নিউজ করার জন্য অস্থির করে ফেলছেন। কিন্তু যখন এ রকম দুর্নীতিবাজ হাইকমিশনারদের নিয়ে লিখছি, নিউজ করেছি, তখন কেউ প্রতিবাদ করেনি, কোনো জাগরণ বা আন্দোলন দেখিনি। আবার খুনি নূর চৌধুরীকে নিয়ে অনুসন্ধানী একের পর এক রিপোর্ট করেছি, বই লিখেছি। তখন স্থানীয় কোনো আওয়ামী লীগ বা দেশপ্রেমিককে পাশে পাইনি। এখন যে দেশ উজাড় করে, লুটপাট করে দুর্নীতিবাজরা আসছে। অথচ হাইকমিশনের উচিত ছিলো অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়া। বাংলাদেশ সরকারকে সাহায্য করা। তা না করে তারাই বেগম পাড়ায় নিমন্ত্রণ খেতে যায়। এখন দূতাবাস কি করছে। কী ভূমিকা নিচ্ছে? কেউ কী জানেন? ফেসবুক থেকে