সিরাজুল ইসলাম : ধর্মীয় সম্প্রদায় নিউ লাইট অব গড নিয়ন্ত্রিত আদিবাসী অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলের নেবু বুগল এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওই নারীর বাবাও রয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছেন। বিবিসি
জ্যেষ্ঠ প্রসিকিউটর রাফায়েল বালোয়িস বলেছেন, গত সপ্তাহে গ্রামবাসী কর্তৃপক্ষকে জানান- ধর্মীয় গোষ্ঠি পরিচালিত একটি গির্জায় কয়েকটি পরিবারকে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে। এরপর সেখানে অভিযান চালিয়ে গণকবরের সন্ধান পাওয়া যায়। পানামা সিটি থেকে ২৫০ কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকার গণকবরে ৭টি লাশ পাওয়া যায়। তবে অপর লাশটি কার, তা জানা যায়নি।
বালোয়িস বলেন, ওই এলাকায় ধর্মীয় আচার কঠোরভাবে অনুসরণ করা হয়। এ আচার মানাতে তাদের সেখানে বন্দি করে রাখা হয়। যদি তারা পাপ স্বীকার করে অনুতপ্ত না হন, তাহলে তাদের হত্যা করা হয়।
একজন পুলিশ কর্মকর্তা জানান, যাদের উদ্ধার করা হয়েছে, তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তারা আহত। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন কম বয়সী লোক রয়েছেন। আজ বা কাল তাদের আদালতে তোলা হবে।