শিরোনাম
◈ শতভাগ ফিট না হলে নেইমার-ভিনিসুসদের বিশ্বকাপ খেলা হবে না  ◈ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি: তারেক রহমান ◈ আগামী ৮ জুলাই শুরু হ‌বে লঙ্কা প্রিমিয়ার লিগ ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ–আহতদের জন্য ২,১০৬ কোটি টাকার আবাসন প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন নিয়ে শঙ্কা ◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা ◈ মোদির শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানালো বিএনপি ◈ রাঙ্গামাটিতে কয়েক সেকেন্ডের মাঝারি ভূকম্পন অনুভূত ◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০২:৪৪ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানামায় গণকবরে অন্তঃসত্ত্বা মা ও ৫ শিশুর লাশ, উদ্ধার ১৫, গ্রেপ্তার ১০

সিরাজুল ইসলাম : ধর্মীয় সম্প্রদায় নিউ লাইট অব গড নিয়ন্ত্রিত আদিবাসী অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলের নেবু বুগল এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওই নারীর বাবাও রয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছেন। বিবিসি

জ্যেষ্ঠ প্রসিকিউটর রাফায়েল বালোয়িস বলেছেন, গত সপ্তাহে গ্রামবাসী কর্তৃপক্ষকে জানান- ধর্মীয় গোষ্ঠি পরিচালিত একটি গির্জায় কয়েকটি পরিবারকে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে। এরপর সেখানে অভিযান চালিয়ে গণকবরের সন্ধান পাওয়া যায়। পানামা সিটি থেকে ২৫০ কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকার গণকবরে ৭টি লাশ পাওয়া যায়। তবে অপর লাশটি কার, তা জানা যায়নি।

বালোয়িস বলেন, ওই এলাকায় ধর্মীয় আচার কঠোরভাবে অনুসরণ করা হয়। এ আচার মানাতে তাদের সেখানে বন্দি করে রাখা হয়। যদি তারা পাপ স্বীকার করে অনুতপ্ত না হন, তাহলে তাদের হত্যা করা হয়।

একজন পুলিশ কর্মকর্তা জানান, যাদের উদ্ধার করা হয়েছে, তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তারা আহত। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন কম বয়সী লোক রয়েছেন। আজ বা কাল তাদের আদালতে তোলা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়