মাজহারুল ইসলাম : তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান হ্রদে গত ২৫ ডিসেম্বর নৌকাডুবির ঘটনায় মারা যান বাংলাদেশি নাগরিক মোহাম্মাদ আলাল মিয়া, মোহাম্মাদ মিজানুর রহমান, মোহাম্মাদ সৈয়দ ফয়সাল আহমেদ ও চৌধুরি ইউশা ওসমানি। গত ২৫ ডিসেম্বর নৌকাডুবির ঘটনায় ৭ জনের মৃত্যু হয়। আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়।
ওই ঘটনায় ১ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়। বর্তমানে তারা তুরস্কের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছেন। দূতাবাস আটক বাংলাদেশি নাগরিকদের সাক্ষাৎকার নেন এবং ভান হ্রদে সংঘটিত নৌকাডুবির বিস্তারিত অবহিত হয়। এছাড়াও মৃত ৪ জন বাংলাদেশির আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছেও বলে জানানো হয়।