শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৫:২৪ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বিষয়ে বহি:শক্তির কোনো প্রভাব সহ্য করা হবে না, জানালো চীন

সাইফুর রহমান : চীন সবসময় শ্রীলঙ্কার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল দাবি করে এই মন্তব্য করলো দেশটি। মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়া শি শ্রীলঙ্কা সফরে দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও তার ভাই এবং প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসের সঙ্গে বৈঠকের পর দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেন। সিনহুয়া,এনডিটিভি

এদিন শ্রীলঙ্কার দুই শীর্ষ নেতার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। এবিষয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের কার্যালয় এক বিবৃতিতে জানায়, কৌশলগত অংশীদার হিসেবে চীন শ্রীলঙ্কার স্বার্থে কাজ করছে যা দু’দেশের সম্পর্কোন্নয়নে ভূমিকা রেখে চলেছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রীলঙ্কার যেসব অভ্যন্তরীণ বিষয়ে সমস্যা রয়েছে তা নিয়ে বাইরের কোনো শক্তি হস্তক্ষেপ করুক চীন তা কখনোই চায় না।

শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া ওয়াং শিকে জানান, তার দেশ বিভিন্নভাবে রাজনৈতিক সংকটের মুখোমুখি এবং এ থেকে উত্তরণের একমাত্র উপায় অর্থনৈতিক সমৃদ্ধি। অর্থনৈতিক স্বাধীনতাই দেশটির রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বলেও চীনা মন্ত্রিকে জানান তিনি। চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, উভয়পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধি এবং চীনা বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে তার দেশ কাজ করতে সবসময় প্রস্তুত বলেও জানান গোটাবায়া।

দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে বলেন, চীনের সহায়তায় বন্দর নগরী কলম্বো এবং হাম্বানটোটা বন্দরের মতো বৃহৎ প্রকল্পগুলোতে উন্নয়নে শ্রীলঙ্কার সরকার পূর্ণ সমর্থন দেবে। এসব প্রকল্প শুধু দেশের অর্থনীতিকে উন্নত করবে না বরং মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করবে বলে এসময় মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়