শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সমবেদনা-সহমর্মিতা রয়েছে, পূজার দিনে সবাই ভোটও দেবে, বললেন তাপস

সমীরণ রায়: বুধবার রাজধানীর কদমতলী-শ্যামপুর এলাকায় নির্বাচনী পথসভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়রপ্রার্থী ফজলে নূর তাপস বলেছেন, তফসিল ঘোষণার পর প্রার্থী হিসেবে আমি নির্বাচনী প্রচারণা করছি। আমি যেটা জেনেছি নির্বাচন কমিশন আলাপ করেছিলো।কিন্তু পঞ্জিকা অনুযায়ী হয়তো একটু ভুল হয়ে গেছে। যেহেতু নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে, তাই প্রচারণা চালিয়ে যেতে হবে। আমি আশা করি সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে।

তিনি বলেন, নির্বাচনে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ নেমে গেছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আমেজ বজায় রেখেছে। অত্যন্ত সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক একটি উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে। এজন্য আমাদের নির্বাচন পরিচালনা কমিটিও সতর্ক রয়েছে। এলাকাভিত্তিক নির্বাচনী মনিটরিং টিম করেছি, তারা কাজ করছে। মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। একটি গনজোয়ার সৃষ্টি হয়েছে। এজন্য কিছুটা হয়তো জনগণের অসুবিধা হতে পারে। এই বিষয়টি আরো সচেতনভাবে দেখব। যেখানেই যাচ্ছি, সেখানে কিন্ত সবাইকে নির্দেশনা দিচ্ছি তারা যেন সুশৃঙ্খলভাবে প্রচারণায় অংশগ্রহণ করে। জনগণের জন্য কোনো ভোগান্তি যেন না হয়।

তাপস বলেন, ঢাকাবাসীর কাছ থেকে ব্যাপক স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি পাঁচভাবে বিভক্ত করে, ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন ও ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে নিচ্ছেন। তাই ৩০ জানুয়ারি বিপুল ভোটে নৌকার বিজয় হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, সানজিদা খানম, স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়