মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধিঃ দায়িত্ব ও পেশাদারিত্ব বজায় রাখায় এবারো কুমিল্লা জেলা পুলিশের অফিসার অব দ্যা ইয়ার ২০১৯ হয়েছেন টিম কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃতানভীর সালেহীন ইমন।
আজ মঙ্গলবার পুলিশ লাইনস্ শহীদ আর আই এবিএম আবদুল হালিম মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যান সভায় পুলিশ সুপার মোঃসৈয়দ নুরুল ইসলাম (বিপিএম),বার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সাফল্যের ধারাবাহিকতায় ২০১৮ সালের মতো ২০১৯ সালেও কুমিল্লা জেলার অফিসার অফ দ্যা ইয়ার নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন পিপিএম ।
গত এক বছরের সামগ্রিক পারফরম্যান্সে তাকে এক্সিলেন্স এওয়ার্ড প্রদান করেন। এ পর্যন্ত তিনি ২৫ বার কুমিল্লা জেলার সেরা সার্কেল অফিসারের পুরস্কার পান । সম্পাদনা : তন্নীমা আক্তার