শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৩:০৬ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবিতে তিনদিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সালেহ্ বিপ্লব : বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আবু ধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বিমানের বিশেষ ফ্লাইটটি রাত ১২টা ৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এই সফরে প্রধানমন্ত্রী আবু ধাবি সাসটেইনেবল উইক এবং জায়েদ সাসটেইনেবলিটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। তিনি মধ্যপ্রাচ্যের ৯ দেশে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন। আমিরাতের শীর্ষ বিনিয়োগকারীরা সাক্ষাত করেন শেখ হাসিনার সঙ্গে।

শেখ হাসিনা আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে হাইটেক পার্ক, বন্দর ও জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানান। ডিপি ওয়ার্ল্ডের সংযুক্ত আরব আমিরাতের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতেও বিনিয়োগের আহ্বান জানান তিনি।

সফরকালে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ হুমাইদ আল ফালাসি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, এসময় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিভাগ ও ইএনওসি’র মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়