শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৩:০৬ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবিতে তিনদিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সালেহ্ বিপ্লব : বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আবু ধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বিমানের বিশেষ ফ্লাইটটি রাত ১২টা ৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এই সফরে প্রধানমন্ত্রী আবু ধাবি সাসটেইনেবল উইক এবং জায়েদ সাসটেইনেবলিটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। তিনি মধ্যপ্রাচ্যের ৯ দেশে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন। আমিরাতের শীর্ষ বিনিয়োগকারীরা সাক্ষাত করেন শেখ হাসিনার সঙ্গে।

শেখ হাসিনা আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে হাইটেক পার্ক, বন্দর ও জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানান। ডিপি ওয়ার্ল্ডের সংযুক্ত আরব আমিরাতের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতেও বিনিয়োগের আহ্বান জানান তিনি।

সফরকালে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ হুমাইদ আল ফালাসি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, এসময় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিভাগ ও ইএনওসি’র মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়