শিরোনাম
◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ◈ পাইপলাইনে আবার দুর্ঘটনা, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ ◈ সরকার দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ◈ ফ্ল্যাট–প্লট কিনতে ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ, কে পাবেন, কীভাবে পাবেন ◈ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ‘প্রায় চূড়ান্ত’ ◈ স্ত্রীর হাত-পা বেঁধে জামায়াত নেতাকে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ গণভোট নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণার নির্দেশ ◈ ৪ মার্কিন মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয় নি ভারত ◈ বাংলাদেশের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৩:০৬ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবিতে তিনদিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সালেহ্ বিপ্লব : বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আবু ধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বিমানের বিশেষ ফ্লাইটটি রাত ১২টা ৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এই সফরে প্রধানমন্ত্রী আবু ধাবি সাসটেইনেবল উইক এবং জায়েদ সাসটেইনেবলিটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। তিনি মধ্যপ্রাচ্যের ৯ দেশে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন। আমিরাতের শীর্ষ বিনিয়োগকারীরা সাক্ষাত করেন শেখ হাসিনার সঙ্গে।

শেখ হাসিনা আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে হাইটেক পার্ক, বন্দর ও জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানান। ডিপি ওয়ার্ল্ডের সংযুক্ত আরব আমিরাতের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতেও বিনিয়োগের আহ্বান জানান তিনি।

সফরকালে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ হুমাইদ আল ফালাসি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, এসময় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিভাগ ও ইএনওসি’র মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়