শিরোনাম
◈ আমার সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে, ডিভোর্সের পর প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক বক্সার মেরি কম ◈ বাংলাদেশি আম্পায়ার ভারতে আসতে পারলে বাংলাদেশ দল কেন বিশ্বকাপ খেলতে পারবে না: ভারতীয় গণমাধ্যমগুলোর দা‌বি ◈ ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি ◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৩:০৬ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবিতে তিনদিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সালেহ্ বিপ্লব : বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আবু ধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বিমানের বিশেষ ফ্লাইটটি রাত ১২টা ৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এই সফরে প্রধানমন্ত্রী আবু ধাবি সাসটেইনেবল উইক এবং জায়েদ সাসটেইনেবলিটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। তিনি মধ্যপ্রাচ্যের ৯ দেশে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন। আমিরাতের শীর্ষ বিনিয়োগকারীরা সাক্ষাত করেন শেখ হাসিনার সঙ্গে।

শেখ হাসিনা আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে হাইটেক পার্ক, বন্দর ও জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানান। ডিপি ওয়ার্ল্ডের সংযুক্ত আরব আমিরাতের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতেও বিনিয়োগের আহ্বান জানান তিনি।

সফরকালে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ হুমাইদ আল ফালাসি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, এসময় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিভাগ ও ইএনওসি’র মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়