আসিফুজ্জামান পৃথিল : পাঁচ বিচারপতির বেঞ্চ ২ আসামির করা আবেদন সোমবার খারিজ করে দিয়েছেন। এর ফলে আইনি পথে মৃত্যুদণ্ড রদের আর কোনো বিকল্পই খোলা রইল না অভিযুক্তদের। তবে তারা ভারতের প্রেসিডেন্টের কাছে আবেদন করতে পারবে। এনডিটিভি, দ্য হিন্দু
দিল্লির তিস হাজারি আদালত চার দোষীর মৃত্যু পরোয়ানা জারি করেছে। নির্দেশ অনুযায়ী ২২ জানুয়ারি সকাল সাতটায় তিহাড় জেলে তাদের ফাঁসি হবে।
পরোয়ানা জারির পর বিনয় শর্মা ও মুকেশ সিং সুপ্রিম কোর্টে রায় পুর্নবিবেচনার আবেদন জানান। সেই আবেদনের শুনানি হয় বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চে। তবে এজলাশের বদলে বিচারপতির চেম্বারে হয় শুনানি। শুনানির পর আবেদন বাতিল করে দেয় বেঞ্চ।
২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে নির্ভয়া নামে পরিচিত পাওয়া তরুণী ও তার বন্ধুকে লিফট দেয়ার নাম করে বাসে তোলে চালক-সহ ছয়জন। তার পর বাসের মধ্যে দলবদ্ধ ধর্ষণ করা হয় তরুণীকে। তার বন্ধুকেও বেধড়ক মারধর করা হয়। এরপর তাদের চলন্ত বাস থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে ছয়জনকেই গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।
এদের মধ্যে একজন জেলখানায় আত্মহত্যা করে। অপরজন নাবালক হওয়ায় বিচার হয়েছে অপ্রাপ্তবয়স্ক আদালতে।সম্পাদনা:জরেনি