ইসমাঈল হুসাইন ইমু : ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় 'জঙ্গি আস্তানা' থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শায়লা শারমিন নামের এক ছাত্রীকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, তিনি ও তার স্বামী তানভীর নয়া জেএমবির সদস্য।
ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, সাভার উপজেলার গকুলনগর বাজার সংলগ্ন প্রবাসী আক্তার হোসেনের মালিকানাধীন দুই তলা ভবন থেকে আটক শায়লা শারমিন ওই ভবনের ভাড়াটিয়া ছিলেন। তার স্বামী তানভীর পলাতক। শায়লা শারমিন এবং তার স্বামী তানভীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা উভয়ে নিউ জেএমবির সদস্য। তানভীর চিহ্নিত জঙ্গি।
স্থানীয় ইউপি সদস্য লেহাজ মেম্বার বলেন, মাত্র ১৫ দিন আগে তাদের (শায়লা) ওই ভবন ভাড়া দেয়া হয়। ভবন থেকে কিছু পেট্রোল বোমা, ছুরি, স্ক্রু ড্রাইভার, খেলনা পিস্তল, কম্পিউটারের হার্ড ডিস্ক ও স্বয়ংক্রিয় আঘাতের জন্য ব্যবহারযোগ্য শক্তিশালী সরঞ্জামাদি উদ্ধার করা হয়।