শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০৫:১৭ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিয়মিত হাঁটার উপকারিতা

নিউজ ডেস্ক : ভালো থাকার জন্য নিয়মিত একটু হলেও শারীরিক পরিশ্রম ছাড়াও সহজেই সুস্থ থাকা যায় । হাঁটা এমন একটা ব্যয়াম যা সব বয়সের জন্যই চলে। এর উপকারিতা ও অনেক । নিয়মিত হেঁটেই নিজেকে সুস্থ রাখতে পারেন। সময়টিভি

হাঁটতে গেলে প্রথমেই যে ভাবনাটা আসে সেটা হলো অপনি কখন হাঁটবেন ? চিকিৎসকেরা বলছেন, যেকোনো সময়েই হাঁটতে পারেন। ২৪ ঘন্টার মধ্যে যখন আপনি হাঁটার জন্য যখন সময় বের করতে পারবেন , তখনই হাঁটবেন । তবে হাঁটার জন্য সবচেয়ে ভালো সময় বিকেল । যারা সকালে হাঁটতে যান ,তাদেও জন্য পরামর্শ ,ঘুম থেকে উঠেই হাঁটতে যাওয়া ঠিক নয়। ঘুম থেকে উঠে কমপক্ষে ৩০ মিনেট পর হাঁটতে বের হওয়া উচিত ।এবং কমপক্ষে ৩০ মিনিট হাঁটা উচিত। তবে আপনি চাইলে প্রতিদিন না হেঁটে সপ্তাহে পাঁচদিন ৩০ মিনিট করে ১৫০ হাঁটলেও সুস্থ থাকবেন । একজন মানুসের সপ্তাহে ১৫০ মিনিট হাঁটা জরুরী। শারীরিক অবস্থা ভালো থাকলে অরো বেমি সময় ধরে আপনি হাঁটতে পারেন । তবে ৩০ মিনিটের কম হাঁটা উচিত নয়।

১. নিয়মিত হাঁটলে ভালো ঘুমে সাহায্যে করে ,
২. হাড় ও পেশি মজবুত কওে,
৩. ১৫ মিনিট হাঁটলে ৫৬ ক্যালোরি শক্তি খরচ হয়,্রজন কমে
৪. সৃজনশীল চিন্তা করতে সাহায্যে কওে,
৫. মানসিক চাপ ,উদ্বেগ ও টেনশন দূর কওে শরীর মন প্রাণবন্ত রাখে,
৬. রোগ প্রতিরোগ সাহায্যে করে,
৭. ধমনির চাপ কমিয়ে হৃদরোগ প্রতিহত করে,
৮ স্মৃতিশক্তি বাড়ায়,
খাওয়ার আগে বা খাওয়া শেষ করেই হাঁটা উচিত নয়। যারা সকাল বিকাল বা সন্ধ্যার পর হাঁটতে সময় পান না, তারা তিন বেরা খাওয়ার পর ১০ সিনিট করে হাঁটতে পারেন । হাঁটার গতি মাঝারি থাকা উচিত । অনুলিখন : সানজীদা

  • সর্বশেষ
  • জনপ্রিয়