সালেহ্ বিপ্লব : তায়েকান্ডোতে অসামান্য দক্ষতা দেখিয়ে বড়ো বোন পর পর দুবার গিনেজ বুক অব রেকর্ডে নাম তুলেছে। বোনকেই শিক্ষক মেনে রেকর্ড গড়ার স্বপ্ন দেখতে শুরু করে আশমান তানেজা। তার সাধনা ব্যর্থ হয়নি। এতো কম বয়সেই ইউএসএ ওয়ার্ল্ড ওপেন তায়েকান্ডোকে রৌপ্যপদক জয়ের পাশাপাশি সে নাম তুলেছে বিশ্বরেকর্ডের খাতায়। এনডিটিভি
নি স্ট্রাইক হচ্ছে তায়েকান্ডোর একটি বিশেষ কৌশল। হাঁটু দিয়ে আঘাত করার এই কৌশলে সে এতোটাই পারদর্শী, টানা একঘণ্টা তা চালিয়ে যেতে পারে আশমান। আর এটাই তাকে রেকর্ড গড়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছে।
আশমান তানেজার বাবা আশীষ তানেজা বলেন, আমার ছেলে এই রেকর্ড গড়ার লক্ষ্যে অনেক পরিশ্রম করেছে। এখন সে প্রস্তুতি নিচ্ছে আরেকটি রেকর্ড গড়ার।
আশমান জানায়, দিদি যখন দুটো রেকর্ড করে ফেললো, তখন আমার মধ্যেও সেই স্পৃহা জাগলো।