শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ০২:১২ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ পলিথিন উৎপাদন এক কারখানাকে জরিমানা

মোহাম্মদ সোহেল, নোয়াখালী : পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক (ওয়ান টাইম) পণ্যের ব্যবহার বন্ধে ব্যবস্থা নিতে এক বছর সময় বেঁধে দিয়েছেন উচ্চ আদালত। এরমধ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয় করার দায়ে নিপু প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং প্রেস নামের একটি কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্র জানায় চৌমুহনী বাজারের নিপু প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং প্রেস, করিমপুর রোড় ছিদ্দিক প্লাজার উত্তর পাশে কবিরের প্লাস্টিক কারখানা, দক্ষিণ বাজার নুরুল হক মিয়ার রাইছ মিল সংলগ্ন শামীমের প্লাস্টিক কারখানা, বিসিক শিল্প নগরীতে ৩টি, গোলাবাড়িয়া ২টি, সহ চৌমুহনী বাজারে ১৬টি প্লাস্টিক কারখানায় দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে পলিথিন উৎপাদন করে আসছে প্রভাবশালী একটি চক্র।

এরআগে কয়েকবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একাধিক কারখানাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো : রোকনুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারে বিক্রির তথ্য পাওয়ার পর ওই কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে কারখানাটি থেকে এক টন অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।

এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী প্রতিষ্ঠানটির কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সম্পাদনায় : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়