সুজন কৈরী : রোববার (১২ জানুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সদর দপ্তর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি বলেন, স্কুল-কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান মাদকের ক্ষতিকারক দিক বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
তিনি আরো বলেন, মাদক বন্ধের জন্য পুলিশ-বিজিবির নৌবাহিনী আইন-শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি সংস্থা কাজ করে যাচ্ছে। মাদকের যারা সাম্রাজ্যের হবে তাদের সবাইকে একটি জালের মধ্যে নিয়ে আসা হয়েছে। অনেককেই গ্রেপ্তার করে জেলে প্রেরণ করা হয়েছে অনেকেই এখনও পলাতক রয়েছে। তাদেরকেও খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে।