শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ০১:০৩ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চির নিদ্রায় শায়িত হলেন ভাষা সৈনিক অ্যাডভোকেট আহমেদ আলী

জেরিন, মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : না ফেরার দেশে চির বিদায় নিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট আহমেদ আলী।

প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর অ্যাপোলো হসপিটালে শুক্রবার দিবাগত রাত ১.৪৭ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজি উন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৭ বছর। তিনি পাঁচ মেয়ে এবং চার ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ আসর কুমিল্লা টাউনহল মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ ওমর ফারুক, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবীসহ দলীয় নেতাকর্মী ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

জানাজায় ইমামতি করেন মরহুমের ৩য় ছেলে অধ্যাপক রাশেদ আহমেদ। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে সকাল ১০টায় মরহুমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাজলিয়া গ্রামে অনুষ্ঠিত হয়।

শনিবার বাদ মাগরিব তাকে নগরীর শাসনগাছা কবর¯’ানে চিরনিদ্রায় সমাহিত করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব অ্যাডভোকেট আহমেদ আলীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কুমিল্লায় শোকের ছায়া নেমে আসে।

৯৭ বছর বয়সী এ নেতা ১৯৭০ সালে তৎকালীন পূর্বপাকিস্তানের গণপরিষদ নির্বাচনে বৃহত্তর কুমিল্লা-৫ আসনের (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) এমএলএ নির্বাচিত হন। যেটা ১৯৭১ সালে এমসিএতে রূপান্তরিত হয়। কুমিল্লার প্রথম প্রশাসক আহমেদ আলী নেতৃত্ব দিয়েছেন ভাষা আন্দোলনে।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এ সহচর ১৯৫৩ সালে কুমিল্লা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি কুমিল্লা জেলা বার কাউন্সিলের প্রথম নির্বাচিত চেয়ারম্যান এবং ঢাকা বার কাউন্সিলের প্রথম নির্বাচিত ভাইস-চেয়ারম্যান ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়