শিরোনাম
◈ ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, বৃহস্পতিবার যাবেন রাজশাহীতে ◈ চানখারপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৮ জনের রায় আজ ◈ গাবতলীতে চালু হচ্ছে দেশের সর্ববৃহৎ স্থায়ী পাইকারি ফুলের বাজার ◈ নারায়ণগঞ্জে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণের অঙ্গীকার তারেক রহমানের ◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে ◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ০৭:৪৩ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টস হেরে ব্যাটিংয়ে চট্টগ্রাম (সরাসরি)

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপপর্বের শেষ দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এরই মধ্যে ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল।

এই ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে মাহমুদউল্লাহর চট্টগ্রাম। লেন্ডন সিমন্সের পরিবর্তে আজ খেলছেন রায়াদ এমরিট। অপরদিকে কেসরিক উইলিয়ামসের বদলে দলে এসেছেন ইংল্যান্ডের তারকা পেসার লিয়াম প্ল্যাঙ্কেট এবং মুক্তার আলীর পরিবর্তে খেলছেন জুনায়েদ সিদ্দিকি। চট্টগ্রামের প্রতিপক্ষ রাজশাহী দলেও এসেছে পরিবর্তন। ইরফান শুক্কুরের পরিবর্তে আজ একাদশে সুযোগ পেয়েছেন পেসার আবু জায়েদ রাহি।

১১ ম্যাচে আটটি জয় নিয়ে ইতোমধ্যেই পয়েন্ট তালিকার শীর্ষে আছে চট্টগ্রাম। গ্রুপ পর্বের শেষ ম্যাচে না জিতলে শীর্ষস্থান ধরে রাখাটা কিছুটা চ্যালেঞ্জিং তাদের জন্য। তাদের প্রতিপক্ষ রাজশাহী ১১ ম্যাচে সাতটি জয় নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে।

সমান জয় নিয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে মাশরাফি বিন মুর্তজার ঢাকা প্লাটুন। নেট রান রেটে ঢাকা ও রাজশাহী থেকে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে খুলনা টাইগার্স।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : ক্রিস গেইল, জুনায়েদ সিদ্দিকি, ইমরুল কায়েস, চ্যাডউইক ওয়ালটন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), লিয়াম প্ল্যাঙ্কেট, রায়াদ এমরিট, রুবেল হোসেন, নাসুম আহমেদ, জিয়াউর রহমান।

রাজশাহী রয়্যালস একাদশ : লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), অলক কাপালি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ ইরফান, আবু জায়েদ রাহি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়