শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউনিভার্স বস বিশ্বে একজনই, এটা আর কেউ হতে পারবে না : গেইল

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে ইউনিভার্স বস হিসেবে তকমা পাওয়া ক্রিস গেইলের দাবি, সব সময় তিনিই থাকবেন এই খেতাবের মালিক। তার মতো আর কেউ হতে পারবেন না। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর পার করেছেন গেইল। বিশ্বের সব ধরনের উইকেট এবং কন্ডিশনে খেলেছেন তিনি। সব জায়গায়ই নিজের সামর্থ্য দেখিয়েছেন ক্যারিবীয় এই ব্যাটিং ঝড়। বিশ্বের নামিদামি সব বোলারের বিপক্ষেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ৪০ বছর বয়সী এই ক্রিকেটার।

বিশ্বের সব ধরনের টুর্নামেন্টে খেলেছেন গেইল। যে কারণ টি-টোয়েন্টির ফেরিওয়ালা বলা হয় তাকে। সব মিলিয়ে নিজেকে অদ্বিতীয় দাবি করছেন গেইল। তিনি বলেন, ‘এখানে আর কেউ ক্রিস গেইল এবং ইউনিভার্স বস হতে পারবে না। সব সময় একজনই থাকবে। আমার মতো অন্য কেউ হতে পারবে না।’

তার জায়গা নেয়ার মতো কাউকে দেখেন না গেইল। তরুণ ক্রিকেটারদের জন্য পরামর্শ দিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। জানিয়েছেন, সুপারস্টারে পরিণত হতে হলে কী কী করতে হবে।

বৃহস্পতিবার মিরপুরে গেইল বলেন, ‘এখন অনেক নতুন নতুন ক্রিকেটার এসেছে। এখান থেকে একজন চিহ্নিত করা কঠিন। একটা পর্যায়ে নতুন প্রজন্ম আসবেই। কিন্তু তাদেরকে টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করতে হবে এবং নিজের পরিচয় তৈরি করতে হবে। এরপর তারা সুপারস্টার হতে পারবে। পৃথিবী বৃত্তাকার, আমরা আসব এবং চলে যাব।’

টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহক গেইল। ৪০১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যেখানে ২২ সেঞ্চুরি এবং ৮১ হাফ সেঞ্চুরিতে ১৩ হাজার ১৭৫ রান করেছেন তিনি।  খবর : ক্রিকফ্রেঞ্জি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়