শিরোনাম
◈ চালক-যাত্রীদের অনুরোধেও সড়ক ছাড়েননি ছাত্র-জনতা ◈ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা ◈ তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু ◈ যেভাবে বিপ্লবী হয়ে উঠেছিলেন শরিফ ওসমান হাদি ◈ ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর (ভিডিও) ◈ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ (ভিডিও) ◈ হাদির মৃত্যু: চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর ◈ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ দেশে ফিরলে তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দেবে সরকার ◈ ‘ভাইয়া আমার বাচ্চাটারে একটু দেইখেন’—বলে কেঁদেছিলেন হাদি (ভিডিও)

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউনিভার্স বস বিশ্বে একজনই, এটা আর কেউ হতে পারবে না : গেইল

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে ইউনিভার্স বস হিসেবে তকমা পাওয়া ক্রিস গেইলের দাবি, সব সময় তিনিই থাকবেন এই খেতাবের মালিক। তার মতো আর কেউ হতে পারবেন না। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর পার করেছেন গেইল। বিশ্বের সব ধরনের উইকেট এবং কন্ডিশনে খেলেছেন তিনি। সব জায়গায়ই নিজের সামর্থ্য দেখিয়েছেন ক্যারিবীয় এই ব্যাটিং ঝড়। বিশ্বের নামিদামি সব বোলারের বিপক্ষেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ৪০ বছর বয়সী এই ক্রিকেটার।

বিশ্বের সব ধরনের টুর্নামেন্টে খেলেছেন গেইল। যে কারণ টি-টোয়েন্টির ফেরিওয়ালা বলা হয় তাকে। সব মিলিয়ে নিজেকে অদ্বিতীয় দাবি করছেন গেইল। তিনি বলেন, ‘এখানে আর কেউ ক্রিস গেইল এবং ইউনিভার্স বস হতে পারবে না। সব সময় একজনই থাকবে। আমার মতো অন্য কেউ হতে পারবে না।’

তার জায়গা নেয়ার মতো কাউকে দেখেন না গেইল। তরুণ ক্রিকেটারদের জন্য পরামর্শ দিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। জানিয়েছেন, সুপারস্টারে পরিণত হতে হলে কী কী করতে হবে।

বৃহস্পতিবার মিরপুরে গেইল বলেন, ‘এখন অনেক নতুন নতুন ক্রিকেটার এসেছে। এখান থেকে একজন চিহ্নিত করা কঠিন। একটা পর্যায়ে নতুন প্রজন্ম আসবেই। কিন্তু তাদেরকে টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করতে হবে এবং নিজের পরিচয় তৈরি করতে হবে। এরপর তারা সুপারস্টার হতে পারবে। পৃথিবী বৃত্তাকার, আমরা আসব এবং চলে যাব।’

টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহক গেইল। ৪০১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যেখানে ২২ সেঞ্চুরি এবং ৮১ হাফ সেঞ্চুরিতে ১৩ হাজার ১৭৫ রান করেছেন তিনি।  খবর : ক্রিকফ্রেঞ্জি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়