শিরোনাম
◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ১২:২৪ দুপুর
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোক্তাদের হাতে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে বিএসটিআইকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে, বললেন দুদক সচিব

ইসমাঈল ইমু: বুধবার বিএসটিআই প্রধান কার্যালয়ের মিলনায়তনে অফিস শৃংখলা ও আচরণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত এ আহ্বান জানান।

বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসটিআই’র বিভিন্ন উইংয়ের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

দুদক সচিব বলেন, বিএসটিআই কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দ্রæততম সময়ে জনগণকে সেবা প্রদান এবং পণ্যের মানের বিষয়ে আপোষহীন থাকতে হবে। সরকার কর্তৃক তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

বিএসটিআই মহাপরিচালক বলেন, বিএসটিআই’র লোগোকে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, বিএসটিআই দেশের একমাত্র জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। তাই এ প্রতিষ্ঠানের প্রতি মানুষের ভরসা থাকতে হবে।

তিনি অরো বলেন, বিএসটিআই’র লোগো শুধু দেশের গন্ডির মধ্যে থাকে না। আমদানি-রফতানির ক্ষেত্রে এ লোগো দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যায়। তাই বিএসটিআই’র লোগোর সুনাম দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়