ইসমাঈল ইমু: বুধবার বিএসটিআই প্রধান কার্যালয়ের মিলনায়তনে অফিস শৃংখলা ও আচরণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত এ আহ্বান জানান।
বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসটিআই’র বিভিন্ন উইংয়ের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দুদক সচিব বলেন, বিএসটিআই কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দ্রæততম সময়ে জনগণকে সেবা প্রদান এবং পণ্যের মানের বিষয়ে আপোষহীন থাকতে হবে। সরকার কর্তৃক তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
বিএসটিআই মহাপরিচালক বলেন, বিএসটিআই’র লোগোকে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, বিএসটিআই দেশের একমাত্র জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। তাই এ প্রতিষ্ঠানের প্রতি মানুষের ভরসা থাকতে হবে।
তিনি অরো বলেন, বিএসটিআই’র লোগো শুধু দেশের গন্ডির মধ্যে থাকে না। আমদানি-রফতানির ক্ষেত্রে এ লোগো দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যায়। তাই বিএসটিআই’র লোগোর সুনাম দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে।