শিরোনাম
◈ রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা ◈ নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার ◈ রাজধানীতে যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না ◈ টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড: ২৬১ তাড়া করে জিতল পাঞ্জাব ◈ আজ শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা  ◈ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ◈ খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ◈ ৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট: সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফের আন্দোলনের ডাক শিক্ষার্থীদের  ◈ দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ০৬:০৮ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই ‍পুরনো কৌশলে আওয়ামী লীগ

বাংলাদেশ জার্নাল : আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জয় পেতে পুরোনো কৌশলকে ব্যবহার করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। কৌশলের অংশ হিসেবে সরকারের উন্নয়ন চিত্র প্রচারের পাশাপাশি বিএনপির অপকর্মগুলোকে সামনে আনবেন তারা। এছাড়া দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঠ দখলে রাখার নির্দেশনা থাকবে দলটির পক্ষ থেকে।

আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক শীর্ষ নেতার সাথে কথা বলে জানা যায়, আসন্ন নির্বাচনে দুই সিটি জয়ের টার্গেটে এগোচ্ছে আওয়ামী লীগ। সে ক্ষেত্রে বিএনপির অপকর্মগুলোকে সামনে আনা হবে। বিএনপি-জামাত জোট সরকারের দুর্নীতির খণ্ডচিত্র, ব্যর্থতাগুলো জনগণকে মনে করিয়ে দেয়া হবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সফলতা তুলে ধরা হবে। একই সাথে বিএনপির প্রার্থী বিজয়ী হলে কী ধরণের অসুবিধা নগরবাসীকে ভোগ করতে হবে সেটাও তুলে ধরার চেষ্টা করবে দলটি। এছাড়া আওয়ামী লীগের পক্ষে নগর উন্নয়নের ম্যান্ডেট জনগণের সামনে তুলে ধরা হবে।

আগামী ৩০ জানুয়ারি এ দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ২ জানুয়ারি সম্পন্ন হয়েছে যাচাই-বাছাই এবং ৯ জানুয়ারি প্রত্যাহারের শেষদিন। পরের দিন (১০ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

এখন থেকেই অনানুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য প্রার্থীদের আশপাশে লেগে আছে গণমাধ্যমকর্মীদের ভীড়। ফলে প্রচার না করতে চাইলেও পরোক্ষভাবে চলছে প্রচারণা।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য জানান, আমাদের প্রাথমিক টার্গেট থাকবে বিএনপিকে চাপে রেখে মাঠ দখলে রাখা। কারণ সাধারণ ভোটাররা স্রোতের অনুকূলে থাকতে পছন্দ করেন। তাদের মধ্যে একটা ধারণা রয়েছে যে সরকার সমর্থিত প্রার্থী বিজয়ী হলে উন্নয়নের পাশাপাশি বিভিন্ন ধরণের সুযোগ সুবিধাও পাওয়া যায়। সেজন্য সাধারণ ভোটারদের ভোট নিশ্চিতে নজর রাখা হবে। এছাড়া প্রচারণায় অন্যান্যবারের মত এবারো তারকাদের মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে।

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল বাংলাদেশ জার্নালকে বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের কাছে সরকারের উন্নয়ন অগ্রগতি ও অর্জনকে তুলে ধরা হবে। এই ঢাকা শহরের লোকজন বিএনপি শাসনামলে পানি পেতেন না, বিদ্যুৎ পেতেন না। এখন এ ধরণের কোন অভিযোগ জনগণ করেন না। এখন ঢাকা শহরে বহু উন্নয়ন হয়েছে। রাস্তাঘাটসহ নগরের সকল ক্ষেত্রে নাগরিক সুবিধা বৃদ্ধি পেয়েছে। জনগণ আওয়ামী লীগ এবং বিএনপির পার্থক্য বোঝেন। তারা অবশ্যই বুঝে শুনেই ভোট প্রদান করবেন।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থীর ভোট চাওয়ার জায়গা রয়েছে। বিএনপি কি হিসেবে জনগণের কাছে ভোট প্রার্থনা করবে? ঢাকাবাসী গাড়িতে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার কথা ভুলে যায়নি, জ্বালাও পোড়াও করে ঢাকাকে অস্থিতিশীল করার কথা ভুলে যায়নি, বিএনপি আমলের সিরিজ বোমা হামলার কথা ভুলে যায়নি, হাওয়া ভবন এবং তারেকের দুর্নীতির কথা ভুলে যায়নি। জনগণ উন্নয়ন অগ্রগতি ও অর্জনের পক্ষেই রায় দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়