শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ০২:২৯ রাত
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল মাতাতে মঙ্গলবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যোগ দিবেন গেইল

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে গেইলকে দলে ভেড়ায চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথমাবস্থায় বিপিএলে খেলতে নারাজ থাকলেও পরবর্তীতে এবছর যোগ দিবেন বলে জানান তিনি। তার কথানুযায়ী এবার চট্টগ্রামের সাথে যোগ দিতে মঙ্গলবার ঢাকায় আসবেন তিনি।

ইতোমধ্যে প্লে অফে খেলা নিশ্চিত করেছে চট্টগ্রাম। আগামী মঙ্গলবার পরবর্তী ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচ দিয়েই বিপিএল শুরুর কথা রয়েছে ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় গেইলের।

বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে প্রথম ডাকেই গেইলকে দলে ভেড়ায় চট্টগ্রাম। এরপর গেইল এক সাক্ষাৎকারে জানান, বিপিএল ড্রাফটে কীভাবে তাঁর নাম এলো সেটা তিনি জানেন না। এরপর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানায়, গেইল না খেলতে চাইলে আইনি লড়াইয়ে যাবে তারা।

এরপর দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। গেইল জানান, বিপিএলের শেষ ভাগে তিনি খেলতে আসবেন। সেই শর্ত মেনেই এবার বাংলাদেশে আসছেন তিনি। সিলেট পর্ব শেষ করে ঢাকায় ফিরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আগামীকাল দুপুর ৩টা থেকে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করবে দলটি। সব কিছু ঠিক থাকলে এদিনই দলের সঙ্গে যোগ দেবেন গেইল। বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফলতম বিদেশি ব্যাটসম্যান গেইল।

৩৮ ইনিংসে ৪১.৮১ গড়ে ১ হাজার ৩৩৮ রান করেছেন তিনি। বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। এ ছাড়া বিপিএলের প্রথম সেঞ্চুরিটিও আসে তাঁর ব্যাট থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়