সৌরভ ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় থেকে অস্ত্র, গুলি ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর র্যাব -১৩ এর সদস্যরা। আটক ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অস্ত্র আইনসহ পৃথক দুইটি মামলা দায়ের করেছেন র্যাব । আটক যুবকের নাম মনছুর আলী (৪০)।
সে ফুলবাড়ী উপজেলার গজেরকুটি গ্রামের আমির আলীর পুত্র। রোববার সকালে অভিযুক্ত আসামিকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে র্যাব সদস্যরা উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট গ্রামীন ব্যাংক মোড় এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি ২৪ সে.মি. লম্বা ওয়ান স্যুটার গান, এক রাউন্ড গুলি ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে রংপুর র্যাব উপ-পরিদর্শক শরিফুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় পৃথক ভাবে দুইটি মামলা দায়ের করেন। একটি অস্ত্র আইনে অন্যটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, রংপুর র্যাব -১৩ এর সদস্যরা অস্ত্র ও গাঁজাসহ মনছুর আলীকে আটক করার পরে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছেন।
র্যাবের পক্ষ থেকে পৃথক দুইটি মামলা হওয়ায় আসামিকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন