সমীরণ রায় : রোববার (৫ ডিসেম্বর) রাজধানীর রমনায় আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল উত্তর প্রীতিভোজ ও পুনর্মিলনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের কথায় পরাজয়ের সুর শোনা যাচ্ছে। নির্বাচনটা আগে হোক। জাতিই দেখবে ঢাকা উত্তর-দক্ষিণ সিটি নির্বাচন কেমন নির্বাচন করি। বিএনপির স্বভাবই আগাম মন্তব্য করা। আসলে তারা নির্বাচন হওয়ার আগেই হেরে গেছে। তাদের কথাবার্তায় পরাজয়ের সুর। এদেশে যারা আন্দোলনে পরাজিত তারা কখনই নির্বাচনে জয় লাভ করে না। তাই তাদের কথা মালার চাতুরী। নির্বাচনের আগেই বিষোদগার।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কঠোর সমালোচনা করে কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব কোন তন্ত্রে আছেন। বেগম খালেদা জিয়া, তারেক জিয়া এরা কোন পরিবারের নেতা জানতে চাই। বিএনপির নেতৃত্বই তো একটা পরিবার থেকে এসেছে। বেগম জিয়ার ও তার সন্তানই তো হর্তা-কর্তারা, বিধাতা, এখানে মির্জা ফখরুল ইসলাম তাদের ইয়েসম্যান হিসেবে কাজ করছেন।
তিনি বলেন, আওয়ামী লীগে গণতন্ত্র আছে, বিএনপিতে গণতন্ত্র নেই। আমরা সম্মেলন করে ফেলেছি, তিন বছরের মাথায়। বিএনপি নিজেদের সম্মেলনটাও করতে পারেনি। সম্মেলনের পর গত সাড়ে ৪ বছরে ওয়ার্কিং কমিটির মিটিং করতে পারেনি। একবার এক হোটেলে জাম্বুজেড মার্কা কমিটির মিটিং আহ্বান করে, সেই মিটিংও একটা ফ্লপ। সেখান থেকে কর্মীরা কিছু পায়নি। কোনো কর্মসূচি দিতে পারেনি। তাদের কোনো ঘরোয়া গণতন্ত্র নেই। আওয়ামী লীগে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে শেখ হাসিনা আমাদের সভাপতি। তিনি বাংলাদেশকে উন্নয়ন-অর্জনে বিশ্বসভায় বিশেষ মর্যাদায় মাথা উচু করে দিয়েছেন। এ সাফল্যের রূপকার হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।