শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়নের বৈধতা প্রাথমিক জয় বললেন তাবিথ

রাশিদ রিয়াজ : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসিতে) নির্বাচনে মেয়র পদে মনোনয়নের বৈধতা ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘আমাকে বৈধ ঘোষণা করায় বিষয়টিকে আমি প্রাথমিক বিজয় হিসেবে দেখছি।’ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে বৈধতা ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

তবে, ঘোষণার সময় দলের নাম উল্লেখ না করায় রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমকে সেটা মনে করিয়ে দেন তাবিথ আউয়াল। রিটার্নিং কর্মকর্তা দুঃখ প্রকাশ করে পুনরায় দলের নামসহ প্রার্থীর নাম ঘোষণা করেন।

তাবিথ বলেন, ‘গতকাল গভীর রাত পর্যন্ত আমরা অনেক তথ্য পেয়েছি, সরকারি অনেক সংস্থা তড়িঘড়ি করে অনেক চেষ্টা করেছিল খুঁত বের করার জন্য। আমার ঋণ কিংবা বিল খেলাপি হওয়া নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করেছিল। তারা কাজটি না পারায় রিটার্নিং কর্মকর্তা আমাকে বৈধ ঘোষণা করেছেন। তাই আমরা এটিকে আমাদের প্রাথমিক বিজয় হিসেবেই দেখছি।’

বিএনপির এই প্রার্থী আরও বলেন, ‘আমি প্রতিজ্ঞা করেছি আইন ও আচরণবিধি মেনে প্রচারণায় আগাবো। আমি আশাবাদী আগামী দিনগুলোয় নির্বাচন কমিশন আমাদের অভিযোগগুলো সংলাপের মাধ্যমে সমাধানের দিকে এগিয়ে যাবে। রিটার্নিং কর্মকর্তাকে ধন্যবাদ জানাই কিন্তু আস্থা আসবে পুরো নির্বাচন প্রক্রিয়ার ওপর।’ প্রচারণার সময় নির্বাচনি আচরণবিধি ভঙ্গের কারণে কমিশন কী ব্যবস্থা নেয়, তা দেখে আস্থার বিষয়ে পরিষ্কারভাবে বলা যাবে বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ডিএনসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে মনোনয়নপত্র জমা দেয়ার পর গত মঙ্গলবার দুপুরে বলেছিলেন যত প্রতিকূল অবস্থাই আসুক না কেন এবার মাঠ ছাড়বেন না। নির্বাচনের শেষটা দেখে ছাড়বেন। তাবিথ বলেন, গতবার পরিস্থিতি অনুকূলে ছিল না। জনগণ ভোটদানে বাধাপ্রাপ্ত হয়েছে। সেজন্য নির্বাচন বর্জন করেছিলাম। এবার শেষ পর্যন্ত নির্বাচনে থাকব। শেষটা দেখে ছাড়ব। তিনি বলেন, গণতন্ত্রের প্রতি বিশ্বাস রেখে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। সেই মোতাবেক আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচন সুষ্ঠু হবে কিনা আমাদের সন্দেহ আছে। নির্বাচন নিয়ে আমরা অত্যন্ত সিরিয়াস। আশঙ্কা থাকলেও চেষ্টা করছি শেষ পর্যন্ত মাঠে থাকার।

ইভিএম বাদ দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, গতবার বিতর্কিত নির্বাচন হয়েছে, নগরবাসী দেখেছে। তাই ইভিএমে যেন ভোট না হয়, সেটি আমরা বলেছি। ‘ইভিএম নিয়ে কমিশন আমাদের সঙ্গে বসবে। আমরা আশা করি, ইভিএমে ভোট না করার ব্যাপারে তাদের কনভিনস করতে পারব’-যোগ করেন তাবিথ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়