সাইফুর রহমান : মঙ্গলবার গভর্ণর জেবি প্রিটজকারের কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় স্থানীয় গণমাধ্যম। এই পদক্ষেপের ফলে দেশটির একাদশতম রাজ্য হিসেবে ইলিয়নে ২১বছরের বেশি বয়সীদের জন্য বুধবার থেকে সহনীয় মাত্রায় গাঁজাসেবন বৈধতা পেলো। আইনপ্রণেতারা বলছেন, প্রকাশ্যে গাঁজা বিক্রয় নিষিদ্ধের ফলে ওষুধ হিসেবে এর ব্যবহার এবং সংখ্যালঘুদের সামগ্রিক ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার একটা প্রচেষ্টা চালিয়েছেন তারা। এছাড়াও চিকিৎসার কাজে স্বল্পমাত্রায় বৈধভাবে গাঁজা বিক্রয়ের জন্য ৩০টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়া হচ্ছে বলেও জানায় গভর্ণরের কার্যালয়। গভর্ণর প্রিটজকার দক্ষিণ শিকাগোর একটি গির্জা থেকে এই সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে বলেন, এর ফলে পুলিশের তালিকায় অপরাধী হিসেবে লিপিবদ্ধ থাকা নাগরিকদের এখন থেকে চাকরি, আবাসন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সুবিধা পাওয়ার বাধা দূর হলো। সিএনএন, দিগার্ডিয়ান, ফক্সনিউজ।
কর্মকর্তারা মনে করছেন, সব মিলিয়ে রাজ্যটিতে নতুন আইনের আওতায় ৩০ গ্রাম বা তার চেয়ে কম পরিমানে গাঁজাসেবী অন্তত এক লাখ ১৬ হাজার মানুষ সাধারণ ক্ষমা পেতে যাচ্ছেন। গভর্ণর বলেন, আমরা গাঁজার অবাধ ব্যবহারের বিরুদ্ধে দীর্ঘ ৫০ বছরের যুদ্ধের ফলে পূর্ববর্তী অবৈধ এবং অনিরাপদ বাজার নিয়ন্ত্রণে এনে হাজারো ইলিয়নবাসীর অধিকার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। এর ফলে উদ্দেশ্য প্রণোদীতভাবে মাদক মামলায় ফাঁসিয়ে দেয়া হাজারো তরুণ এবং তাদের পরিবারের ভবিষ্যতের জন্যও একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। কর্মকর্তারা জানান, একইসঙ্গে ৩০ গ্রামের বেশি পরিমানে গাঁজাসেবন করা ৩৪ হাজার নাগরিককেও শর্তসাপেক্ষে সাধারণ ক্ষমার আওতায় আনা হচ্ছে। এর জন্য পুলিশের খাতা থেকে নাম কাটাতে তাদের আবেদনের সুযোগ দেয়া হচ্ছে। সম্পাদনা : তন্নীমা আক্তার