মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় দশ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে র্যাব। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুইজন হচ্ছে, কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকার মৃত হাসমত আলীর ছেলে আশরাফ মাহমুদ আক্কাছ (৩৫), একই উপজেলার সুজানগর এলাকার মো. শাহ আলম মিয়ার ছেলে মো. রিয়াজ (২০)। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা র্যাব ১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ আসামিরা জানান দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম ও কক্সবাজার থেকে মাদকদ্রব্য এনে কুমিল্লা জেলা শহরসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।
আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা : জেরিন মাশফিক