শিরোনাম
◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ০৮:১৬ সকাল
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় শিক্ষার্থীদের বের করে দিল কানাডা (ভিডিও)

যুগান্তর : কানাডার অন্যতম শহর টরন্টো থেকে বিপুল সংখ্যক ভারতীয় শিক্ষার্থী বের করে দেয়া হয়েছে। এসব শিক্ষার্থীর প্রায় সবাই ভারতের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা।

গত রোববার টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে (ওয়াই ওয়াই জেড বিমানবন্দর) এ ঘটনা ঘটে।

ভারত থেকে আসা এসব শিক্ষার্থীদের কানাডায় আর ফিরতেই দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি প্রকাশ হয়েছে। যেখানে দেখা গেছে, এক ঝাঁক শিক্ষার্থী বিমানবন্দরের লাউঞ্জে বিক্ষিপ্ত ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে নিজেদের ব্যাগ ও লাগেজের ওপর বসে আছে। তাদের অধিকাংশের পরনে পাঞ্জাবীয় সংস্কৃতির পোশাক ও পাগড়ি।

এদিকে স্থানীয় গণমাধ্যমকে টরন্টো বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নকল আইইএলটিএস (IELTS) সার্টিফিকেট নিয়ে আসায়া এসব ভারতীয় শিক্ষার্থীদের টরন্টোতে প্রবেশ করতে দেয়া হয়নি। এসব শিক্ষার্থীরা এজেন্সির মাধ্যমে আইইএলটিএস জালিয়াতি করে টরন্টোর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল। পরে তদন্তের মাধম্যে আইইএলটিএসের এই ভূয়া সার্টিফিকেট ধরা পরে।

গত কয়েক বছর ধরে ভারত তথা বিশেষকরে দেশটির পাঞ্জাব প্রদেশ থেকে অগণিত শিক্ষার্থীরা কানাডায় আসছে। তাদের অনেকেরই ভিসা, আইইএলটিএস সার্টিফিকেট বা অন্যান্য কাগজপত্রে নানা জটিলতা দেখা গেছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে পিয়ারসন বিমান বন্দরেই কানাডার নকল ভিসায় আগত এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়