নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়াম এ অনুষ্ঠিত বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতা শেষ হয়েছে মঙ্গলবার। শেষদিনে তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এবারের আসরে বিদ্যুত উন্নয়ন বোর্ড চ্যাম্পিয়ন ও বাংলাদেশ নৌবাহিনী রানার্সআপ হয়।
তৃতীয় স্থান নির্ধারনী খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ২৫-১৯, ২১-২৫, ২৫-২২, ২৫-১৭ পয়েন্টে ৩-১ সেটে বাংলাদেশ বিমান বাহিনীকে পরাজিত করে ৩য় স্থান অর্জন করে।
ফাইনাল খেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১৮-২৫, ২৫-২৩, ২১-২৫,২৫-২০,১৫-০৮ পয়েন্টে ৩-২ সেটে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টের সেরা সেরা এ্যাটাকার হন হরষিৎ। সেরা সেটারের পুরষ্কার পান আল আমিন। আর সেরা লিবারু মহসিন।