শিরোনাম
◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০২:২৯ রাত
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসিফ-তামিম জুটিতে রাজশাহীকে ১৭৫ রানের লক্ষ্য দিলো ঢাকা (সরাসরি)

আক্তারুজ্জামান : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসরের ২৬তম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন এবং রাজশাহী রয়্যালস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ঢাকা। যদিও ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপদে পড়েছিলো মাশরাফিরা। কিন্তু তামিম ইকবাল ও আসিফ আলীর ৪৩ বলে ৮৯ রানের জুটিতে ভিত মজবুত করেছে।

তামিম ইকবাল ৫২ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন। সেই সঙ্গে পাকিস্তানের আসিফ আলী ২৮ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলে তামিমকে দারুণ সঙ্গ দেন। বাকিরা আর তেমন রান না পাওয়ায় ১৭৪ এই থামে ঢাকা। বাকিদের মধ্যে মেহেদি ২১ ও এনামুল ১০ রান করেন।

আসরে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস। জিতেছে পাঁচটি ম্যাচে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে দলটি। এই ম্যাচটি জিতলেই টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে দুইয়ে নামিয়ে শীর্ষে উঠে যাবে রাজশাহী।অপরদিকে দেশি বিদেশি তারকা সমৃদ্ধ দল ঢাকা প্লাটুন পয়েন্ট তালিকার চার নম্বরে আছে। সাতটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।

ঢাকা প্লাটুন একাদশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফি বিন মর্তুজা , আসিফ আলী, লুইস রিস ও হাসান মাহমুদ।

রাজশাহী রয়্যালস একাদশ : লিটন দাস, আফিফ হোসেন, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালি, নাহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও মোহাম্মদ ইরফান ।

ম্যাচটি সরাসরি দেখুন এখানে . . . .

  • সর্বশেষ
  • জনপ্রিয়