শিরোনাম

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১১:০৪ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্লে-অফে যাওয়ার সুযোগ শেষ সিলেটের, সহজ জয়ে আশা বাঁচিয়ে রাখলো রংপুর

আক্তারুজ্জামান : বিপিএলের বিশেষ আসরটি স্মরণীয় করে রাখতে পারলো না সিলেট থান্ডার্স। প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো মোসাদ্দেকবাহিনী। অন্যদিকে সিলেটের একটু উপরে অবস্থান করা রংপুর রেঞ্জার্স নিজেদের ফিরে পেতে শুরু করেছে। আজ সিলেটকে ৭ উইকেটে হারিয়ে প্লে-অফের আশাটা বাঁচিয়ে রাখলো উত্তরবঙ্গের দলটি।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলেছিলো সিলেট। শেন ওয়াটসনের কাঁধে দায়িত্ব তুলে দিয়ে পরপর দুটি ম্যাচে টস জেতে রংপুর। তবে ব্যাট হাতে নিজের রূপ দেখাতে পারেননি ওয়াটসন। প্রথম ম্যাচের মতো কালও ছিলেন ব্যর্থ। কিন্তু ডেলপোর্টের ঝড় এবং নাঈমের মন্থর ইনিংসে জয় নিয়ে ভাবতে হয়নি রেঞ্জার্সদের। ২৮ বলে ৬৩ রান করেন ডেলপোর্ট। ওপেনার নাঈম শেখ ৫০ বলে ৩৮ রানে দল জিতিয়ে মাঠ ছাড়েন।

শুরুতে ব্যাটিং করা সিলেটের ভালো শুরু এনে দিতে পারেননি কেউই। সবার আশা যাওয়ার ভিড়ে মিঠুন ছিলেন ব্যতিক্রম। তাকে সঙ্গ দিয়ে ৬০ রানের জুটি গড়েন মোসাদ্দেক (১৫)। ৪৭ বলে ৬২ রান করে মুস্তাফিজের বলে আউট হয়ে ফেরেন মিঠুন। এছাড়া দুই অঙ্কের কোটা স্পর্শ করেন রাদারফোর্ড (১৬) ও সোহাগ গাজী (১২)। রংপুর রেঞ্জার্সের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর। ৪ ওভারে ১৯টি ডট বল দিয়ে মাত্র ১০ রান খরচায় ৩ উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়