রিফাত হাসান : পুরো বাংলাদেশ থেকে আলাদা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সন্ত্রাসবিরোধী ছাত্রঐক্য ধারণা, তাকে মন্ত্রী হাছান মাহমুদের ডাকসু ভিপির এখতিয়ার সম্পর্কিত বয়ানের প্রতি সম্মতি ধরে নিতে পারি আমরা? আমি সবসময়ই বলে আসছি, স্রেফ ক্যাম্পাসভিত্তিক সন্ত্রাসবিরোধী ঐক্য নয়, দরকার সর্বদলীয় ছাত্রঐক্য, সারা বাংলাদেশজুড়ে। গুটিকয়েক বাম ছাত্র সংগঠন নিয়ে নয়, বর্তমানে রেজিমের ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে দাঁড়াতে চাওয়া সব ছাত্র সংগঠনকে নিয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বাইরের কোনো ঘটনা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসও চলমান ফ্যাসিস্ট রেজিমের যেমন খুশি বাংলাদেশের বাইরের ঘটনা নয়। এই পুরো বাংলাদেশের ঘটনা থেকে আলাদা করে স্রেফ সন্ত্রাসবিরোধী ক্যাম্পাস, মানে স্রেফ বামেদের ছোট ছোট কালচারাল প্রজেক্টের অংশ হয়ে যাওয়াটা বাজে ব্যাপার। এর আর একটা মানে এই কয়েকদিনে তৈরি হওয়া নানা ইস্যুতে ছাত্র আন্দোলনগুলোর বিরাজনীতিকরণ, যা সব ধরনের সফলতার সম্ভাবনাকে নস্যাৎ করে ও রেজিমের স্বস্তির কারণ হবে। নূররা কি আন্দোলনের সেই বিরাজনীতিকরণের অংশ হলো, নাকি ছাত্রদের বৃহত্তর ঐক্যের শুরু হলো এর মাধ্যমে? ফেসবুক থেকে